গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ এমনই। আদালত জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্কুলে অশিক্ষক কর্মী পদে গ্রুপ সি-এর যে নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে, সেই গোটা নিয়োগকেই বাতিল করল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, এই নিযুক্ত কর্মীদের বেতন বাবদ যে টাকা খরচ হয়েছে, সেই টাকাও সরকারি কোষাগারে ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রুপ সি নিয়োগ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল, গত ৮ ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে একটি উচ্চ ক্ষমতার কমিটি তৈরি করা হয়েছে, সেটিই এই গোটা প্রক্রিয়া তদন্ত করবে।
advertisement
আরও পডুন: কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন, এলগিন রোডের গেস্ট হাউসে মিলল স্বর্ণ ব্যবসায়ীর দেহ
কিন্তু রাজ্যের তরফ থেকে দেওয়া এই প্রস্তাব বাতিল করে দিয়েছে আদালত। কারণ, দুর্নীতি যে জায়গায় পৌঁছেছে সেই কারণে সিবিআই এর তদন্ত করবে। আদালত (Calcutta High Court) সিবিআইকে নির্দেশ দিয়েছে এই বিষয়েও তদন্ত করার। পাশাপাশি বলা হয়েছে, আগামী ১৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেই দিনই এই বিষয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা করবে সিবিআই।
আরও পড়ুন - শালতোড়ার বিধায়ক চন্দনা অনুপ্রেরণা! কাউন্সিলর হয়ে গরীবের কাজ করতে চান টোটোচালক তারকনাথ
এর আগে, গ্রুপ ডি নিয়োগের তদন্তের স্বার্থে গড়া বিচারবিভাগীয় তদন্ত কমিটি বাতিল করে সিবিআই-কে তদন্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে স্পষ্ট নির্দেশ দেয় আদালত। পাশাপাশি বলা হয়, কলকাতায় যে বিচারবিভাগীয় তদন্তকারী কমিটির যে অফিস রয়েছে, সেই অফিস আপাতত ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী। কাল সকালে যতক্ষণ না সিবিআই অফিসাররা যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই অফিস থেকে কেউ বার হতে বা ঢুকতে পারবেন না।