BJP: শালতোড়ার বিধায়ক চন্দনা অনুপ্রেরণা! কাউন্সিলর হয়ে গরীবের কাজ করতে চান টোটোচালক তারকনাথ

Last Updated:

BJP: আসানসোল পুরনিগমের নির্বাচনে সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। মাত্র সাতটি আসনে জয় পেয়েছে বিজেপি। সেই সাতজনের মধ্যে তারকনাথ একজন।

স্ত্রীয়ের সঙ্গে তারকনাথ ধীবর। নিজস্ব চিত্র
স্ত্রীয়ের সঙ্গে তারকনাথ ধীবর। নিজস্ব চিত্র
#আসানসোল: তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। পেশায় টোটো চালক তারকনাথ ধীবর আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) ভোটে জয়ের পর তাই মনে করছেন সেই বিজেপি (BJP) বিধায়কের কথা। চন্দনার মতো তিনিও উঠে এসেছেন একে বারে হতদরিদ্র পরিবার থেকে। রাজনীতির আঙিনায় প্রথম লড়াইয়ে নেমেই জয় পেয়েছেন, সব মিলিয়ে মানুষের ভোটে জয়ী তারকনাথ এখন আনন্দে ভাসছেন।
আসানসোল পুরনিগমের নির্বাচনে (Asansol Municipal Corporation) সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। মাত্র সাতটি আসনে জয় পেয়েছে বিজেপি (BJP) । সেই সাতজনের মধ্যে তারকনাথ একজন। তিনি জিতেছেন ১০৩ নম্বর ওয়ার্ডে। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা। জং ধরা লোহার দরজা দিয়ে ঢুকে তারকনাথের টালির বাড়িতে প্রবেশ করতে হয়। সর্বত্র দারিদ্রের ছাপ স্পষ্ট। তার মধ্যে থেকেও নির্বাচনে জয় পাওয়ায় খুশি পরিবার। তারকনাথের স্ত্রী বললেন, "চন্দনা দি এসেছিলেন ওঁর প্রচারে। এলাকার মানুষের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। আমার স্বামী আগামী পাঁচ বছর এলাকার গরীব মানুষের কাঁচা বাড়ি পাকা করবে, গরীবদের দেখবে, আমার এই আশা।"
advertisement
advertisement
তবে এই জয় খুব একটা সহজ ছিল না। ভোটের ফলেই সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তৃণমূলের (TMC) প্রার্থীকে মাত্র চার ভোটে হারিয়েছেন তারকনাথ। জয়ের পর তাঁর মুখেও শুধুই চন্দনার কথা। তিনি বলছেন, "চন্দনাদি আমাকে সাহস জুগিয়েছেন। উনি প্রচারে না এলে আমি জিততে পারতাম না। চন্দনাদির ভোটে লড়াই করার কথাও আমার ভীষণ মনে পড়েছে। ওঁর জয় আমাকেও ভাবতে শিখিয়েছে যে আমিও জিততে পারি।" ভোটের সময় চন্দনা ঘুরে গিয়েছিলেন তারকের বাড়ি, সেকথাও তিনি মনে করে বলছেন।
advertisement
তিনি এখন কাউন্সিলর, তবে তাতে পাল্টায়নি তাঁর চাকচিক্যহীন, সাদামাটা জীবন। মঙ্গলবার সকালেও তাঁকে দেখা গিয়েছে ভাঙা বাড়ির দরজা ঠেলে বেরিয়ে এসে টোটো পরিস্কার করতে, দেখা গিয়েছে যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটে যেতে। জীবন পাল্টাবে না তাঁরা, তবে অনেকে দেখা করতে আসছেন তাঁর সঙ্গে, মানুষের জন্য কাজ করার এক ভবিষ্যৎ পড়ে আছে তাঁর সামনে, সেই দায়িত্ব এখন মন দিয়ে পালন করতে চান তারকনাথ।
advertisement
Deepak Sharma
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP: শালতোড়ার বিধায়ক চন্দনা অনুপ্রেরণা! কাউন্সিলর হয়ে গরীবের কাজ করতে চান টোটোচালক তারকনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement