Anubrata Mondal: তৃণমূলে চলছে উচ্ছ্বাস, কিন্তু ফের দুশ্চিন্তায় পড়লেন অনুব্রত মণ্ডল! কারণ কী জানেন?
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal: গরু পাচারকাণ্ডে সিবিআই তৃতীয় নোটিস দিল অনুব্রত মণ্ডলকে।
#কলকাতা : গরুপাচারকাণ্ডে ফের নোটিস বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সিবিআই সূত্রে খবর, সোমবার তৃতীয় নোটিস পাঠানো হয় তাঁকে। আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। সোমবার দ্বিতীয় নোটিস অনুসারে নিজামে প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাঁর দুই আইনজীবীকে পাঠিয়েছিলেন নিজাম প্যালেসে।
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল অসুস্থ, সেই কারণে তিনি হাজির হতে পারেননি নিজাম প্যালেসে, এমনটাই তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছে সিবিআইকে। কিছু দিন সময় চাওয়া হয়। এরপর সিবিআই ফের তৃতীয় নোটিস পাঠায় অনুব্রত মণ্ডলকে। আইনজীবী সঞ্জীব দাঁ জানান, "অনুব্রত মণ্ডল অসুস্থতার জন্য আসেননি নিজাম প্যালেসে।দ্বিতীয় নোটিস অনুসারে আইনজীবী মারফত তিনি জানিয়েছেন হাজির হতে পারছেন না। "
advertisement
গরুপাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে এর আগে গত এপ্রিল মাসে প্রথম নোটিস পাঠিয়েছিল সিবিআই। এরপর ফের গরুপাচারকাণ্ডে দ্বিতীয় নোটিস অনুসারে ১৪ ফেব্রুয়ারি সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, জেরায় এনামুল হক সিবিআইকে জানান, গরুপাচারে বীরভূমের মল্লিক বাজারপশু হাটে কেনা বেচা করতেন। বীরভূম পার হয়েই একাধিক জায়গায় যেত গরু। ফলে অনুব্রত মণ্ডলের এলাকায় কী ভাবে হত পাচার?গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছে সিবিআই। সে কারণে তাঁকে তৃতীয় বার নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে।
advertisement
advertisement
কিছু দিন আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় তাঁকে দুবার নোটিস পাঠায় সিবিআই। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়ান বলে দাবি সিবিআইয়ের। তিনি দ্বারস্থ হন হাইকোর্টে। প্রসঙ্গত, গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ইলামবাজারে গোপালনগর গ্রামে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করেছিল দুষ্কৃতীরা। চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর হয় ইলামবাজার থানায়। এফআইআরে অনুব্রত নাম ছিল না।
advertisement
তবে হাই কোর্টে নির্দেশ অনুসারে ভোট পরবর্তী হিংসা ঘটনায় ( খুন, ধর্ষণের) তদন্ত ভার নেয় সিবিআই। সেই ঘটনায় অনুব্রত মণ্ডলকে পর পর দুবার নোটিস দেয় সিবিআই। এরপর তিনি অসুস্থতার জন্য হাজির হননি বলে জানিয়ে দেয় সিবিআইকে।এরপর তিনি হাইকোর্ট থেকে রক্ষাকবচ পান। এবার অনুব্রত মন্ডলকে গরু পাচার কাণ্ডে তৃতীয় নোটিস দিলো সিবিআই আধিকারিকরা। আগামী 25 ফেব্রুয়ারী তিনি নিজাম প্যালেসে আসেন কিনা সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 3:54 PM IST