সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশন জানিয়েছিল, মোট ২৫ থেকে ৩০ শতাংশ বুথে ভিডিওগ্রাফি ও সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা৷ যদিও এ দিন হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, আদালত চাইলে প্রয়োজনে সব বুথেই সিসিটিভি লাগাতে তৈরি কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তে তাদেরও কোনও আপত্তি নেই বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷
আরও পড়ুন: পুরভোটের আগে শহরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, পার্ক স্ট্রিটে নগদ এক কোটি সমেত ধৃত ব্যক্তি
advertisement
কলকাতা পুরসভা নির্বাচনে মোট ৪৮৪২টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে৷ এ ছাড়াও ৩৬৫টি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র থাকার কথা৷ কমিশনের অবস্থান জেনে সব ভোট গ্রহণ কেন্দ্রে, স্ট্রং রুমে সিসিটিভি আওতায় আনতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: গোয়ায় তৃণমূলের জোটে থাকবে না, মমতার প্রস্তাব ফিরিয়ে জানালো কংগ্রেস
বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদত্ত মাজি সমস্ত বুথে সিসিটিভি নজরদারির আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন৷ মামলাকারী বিজেপি নেতার যুক্তি ছিল, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে৷ এই পরিস্থিতিতে নিরাপদে ভোট গ্রহণের জন্য সব বুথে সিসিটিভি থাকা প্রয়োজন৷
মামলাকারীর আইনজীবী শুভব্রত চৌধুরী জানিয়েছেন, 'আদালত আমাদের আবেদন মেনে নিয়েই সব বুথে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে৷ সেই রেকর্ডিং থাকবে কমিশনের কাছে৷ যদি দেখা যায় ভোটের সময় কোনও অশান্তি হয়, তাহলে এই সিসিটিভি ফুটেজগুলি প্রমাণ হিসেবে নিয়ে এসে আমরা আদালতে দেখাতে পারব৷'