TRENDING:

তপন দত্ত হত্যা মামলায় বড় নির্দেশ, অভিযুক্তের আর্জি ওড়াল আদালত! তদন্ত করবে CBI

Last Updated:

Calcutta High Court: শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাওড়ার তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, গত ৯ জুন তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন এবং রাজ্য সরকার।
তপন দত্ত মামলায় বড় নির্দেশ
তপন দত্ত মামলায় বড় নির্দেশ
advertisement

শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে। প্রসঙ্গত, ২০১১ সালে ৬মে বালি এলাকায় খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। এলাকায় জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রোমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় তপন দত্তকে, উঠে আসে এমন অভিযোগ। সেই ঘটনার তদন্ত ভার নেয় সিআইডি৷

advertisement

আরও পড়ুন: গরু পাচার মামলায় রাজ্য পুলিশের তদন্তে ‘না’ আদালতের, রায়কে স্বাগত জানালেন শুভেন্দু

২০১১ সালে অগাস্ট মাসে সিআইডি চার্জেশিটে জেলা তৃণমূল সভাপতি তথা বর্তমানে মন্ত্রী অরূপ রায় সহ মোট ১৩ জনের নাম উঠে আসে। মূল অভিযুক্তদের মধ্যে ছিল তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্ঠী গায়েন, আশীষ গায়েন, শ্বেতি বাপি, রমেশ মাহাতো, কার্তিক দাস। কিন্তু ২০১৪ সালে ডিসেম্বর মাসে তারা বেকাসুর খালাস হয়ে যান সাক্ষ্য প্রমাণের অভাবে।

advertisement

আরও পড়ুন: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, আজ চিঠি দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১১ সেপ্টেম্বর মাসে চার্জেশিট থেকে মন্ত্রী অরূপ রায় সহ মোট আট জনের নাম বাদ দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়। নিহতের স্ত্রীর জবানবন্দীও নেওয়া হয়। সেই তদন্ত সিআইডি করতে থাকে। কিন্তু বেকাসুর খালাস পাওয়ার পর তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত সিআইডি তদন্তের নিরপেক্ষতা ও অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হন। তিনি সিবিআই তদন্ত জন্য আবেদন করেন। ২০২২ সালে প্রায় ১১বছর পর ৯ জুন হাই কোর্টে তপন দত্ত খুনে সিবিআইকে তদন্ত নির্দেশ দেন। সেই অনুসারে সিবিআই সিআইডির থেকে এফআইআর নথি ডকুমেন্টস কপি চেয়ে পাঠালো। ওই এফআইআর অনুসারে সিবিআই দ্রুত এফআইআর করে তদন্ত শুরু করবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
তপন দত্ত হত্যা মামলায় বড় নির্দেশ, অভিযুক্তের আর্জি ওড়াল আদালত! তদন্ত করবে CBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল