TRENDING:

Calcutta High court: ‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?

Last Updated:

Calcutta High court: বীরভূমের মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। ট্রায়াল কোর্টের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইকোর্ট।
‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?  File image
‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট? File image
advertisement

২০২০ সালের ১৭ মে মল্লারপুরের বাড়ি থেকে উদ্ধার হয় খাদ্য দফতরের কর্মী এবং তাঁর ১৭ বছরের মেয়ের মৃতদেহ। মেয়ের শরীরে পুরনো পোড়ার দাগ সারানোর নাম করে অভিযুক্ত সুনীল দাস প্রায় ১.৬১ লক্ষ টাকা নেন। যজ্ঞ করার নাম করে সুনীল। কাজুবাদাম বাটায় ঘুমের ওষুধ মিশিয়ে মা-মেয়েকে খাইয়ে অচেতন করে দেন। এরপর প্রথমে মেয়েকে ধর্ষণের চেষ্টা এবং পরে মা-মেয়েকে খুন করা হয়।

advertisement

আরও পড়ুন: টিম শমীকের, কিন্ত নেতা কে? শুভেন্দু, অমিতাভ নাকি…কোন কোন নাম নিয়ে আলোচনা? ভোটের আগে নেতা নির্ধারণে কোন পথে বিজেপি?

বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ- খুনের ধারা আইপিসি ৩০২ অনুযায়ী, ডাক্তারি রিপোর্টে প্রমাণিত, মা-মেয়ের মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও মুখ বেঁধে রাখার কারণে। তাই খুনের অভিযোগ প্রমাণিত। ধারা ২০১ অনুযায়ী, ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টাও ধরা পড়েছে।

advertisement

আরও পড়ুন: হোটেলে রাত কাটাবেন, ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেন লাইট? খবরদার করবেন না এই ভুল! অন্ধকারেই করুন এই কাজ…কেন? কারণ জানলে প্রতিবার করবেন

কিন্তু ধারা ৩৭৬ অনুযায়ী, পোস্টমর্টেম রিপোর্টে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই অভিযোগ খারিজ। ট্রায়াল কোর্ট মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। কিন্তু হাইকোর্ট রায়ে জানায়, যদিও অপরাধ জঘন্য, এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তাই মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

advertisement

হাইকোর্টের চূড়ান্ত রায়ে ধর্ষণের অভিযোগ খারিজ হলেও খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড কমিয়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High court: ‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল