আদালত জানিয়েছে, ডিআইজি পদমর্যাদা অফিসারের নেতৃত্বে হবে এই তদন্ত। সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্তে থাকবেন। খেজুরী থানার তদন্তকারী অফিসারকে দ্রুত কেস ডায়েরি তুলে দিতে হবে সিআইডির হাতে।
আরও পড়ুন: ‘আমি বিধায়ক, কেন পালতে যাব…?’ আদালতে কী বললেন জীবনকৃষ্ণ? বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের!
শুধু তাই নয়, আদালতের নির্দেশ, ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। সোমবার সিবিআই তদন্ত আবেদন নাকচ করে বিচারপতি মন্তব্য ছিল – সিবিআই এখন গ্যালারি শো করে।
advertisement
খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় যত দ্রুত সম্ভব জেলা পুলিশকে দুটি মামলারই কেস ডায়েরি ও দুটি হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট সিআইডিকে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত সোমবারই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন ৷ পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে কটাক্ষ শোনা যায় তাঁর মুখে ৷
সিবিআই এখন তদন্তের নামে গ্যালারি শো করছে বলে উল্লেখ করেন তিনি। সেই জন্য তদন্তভার এখনই সিবিআইকে দেবেন না বলে জানিয়ে দেন বিচারপতি। উল্লেখ্য, খেজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রথম ময়নাতদন্তে উঠে এলেও দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে শরীরে আঘাতের কথা বলে এসএসকেএম-এর ময়নাতদন্ত রিপোর্ট ৷ এরপরেই তোলপাড় পরে যায় এই মামলা ঘিরে ৷