এদিন ফিরহাদ জামিন দিলেও কিছু শর্ত চাপিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। অভিযুক্তদের জামিন দিলেও তা দেওয়া হয়েছে ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। এমনকী এই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তরা সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না বলেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিনের শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের কাছে জামিনের বিরোধিতা করে বলেন, 'আমি নিবেদন করছি চার অভিযুক্তকে জামিন দেবেন না। ওই ৪ নেতা-মন্ত্রী প্রভাবশালী ব্যক্তি। জামিন হলে মানুষের ভাবাবেগকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। আর জামিন হলে মূল বিষয়টিও ঠান্ডা ঘরে চলে যাবে।'
advertisement
এরপরই বেঞ্চের অন্যতম বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তুষার মেহেতার উদ্দেশে বলেন, '২০১৭ সাল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে। এতদিন যখন গ্রেফতার করা হয়নি। এখন গৃহবন্দি করে রাখার মানে হয় না। বিপর্যয়ের সময় মানুষ জন্য তাঁদের কাজ করা দরকার। '
এরপরই জামিন নিয়ে একাধিক শর্ত আরোপ করার আর্জি জানিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি ছিল, অভিযুক্তরা এই মামলা নিয়ে মিডিয়ায় কোনও বাইট দিতে পারবেন না। তদন্তের জন্য বা কোর্টে প্রয়োজন অনুযায়ী হাজির হতে হবে। তাঁরা কোনও জমায়েতও করতে পারবেন না। সেই আর্জিতে মান্যতা দিয়েছে হাইকোর্ট।
