প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। প্রাথমিক শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। এদিন আদালতে একটি মামলার শুনানির সময়ে সিবিআই ওএমআর শিটে কারচুপির তথ্য় হাইকোর্টে জমা দেয়।গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে ওএমআর কারচুপির তথ্য হাইকোর্টে দিয়েছে সিবিআই।
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানকে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল হাইকোর্ট সিট এবং সিবিআইকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে যে এসএসসিতে ভুয়ো নিয়োগের মোট সংখ্য়া কত।
আরও পড়ুন, কড়া নির্দেশ হাইকোর্টের, উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ
অন্য়দিকে, এদিনই উচ্চ প্রাথমিকে অতিরিক্তি কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, কীভাবে তৈরি হয়েছে এই তালিকা। কমিশন জানে তারা স্বচ্ছ নয়।
আরও পড়ুন, জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ
প্রসঙ্গত, আদালতে মামলা করেন সোমা রায় নামে এক মামলাকারী। তাঁর দাবি, কম নম্বর পেয়েও অনেকে চাকরি করছেন। অন্তত ৬০ জন কম নম্বর পেয়েও চাকরি করছেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এই মামলায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও প্রকার সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে আদালত।