TRENDING:

'এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?' সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট

Last Updated:

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি তে ভুয়ো নিয়োগের মোট সংখ্যা কত? এদিন এক মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।  পুরো বিষয়টি নিয়ে সিবিআই এর কাছে তথ্য় চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। আদালতে সিবিআই জানিয়েছে, মোট ৮,১৬৩টি নিয়োগের ক্ষেত্রে কারচুপি হয়েছে। তখনই আদালত জানতে চায় মোট কতগুলি ভুয়ো নিয়োগ হয়েছে এসএসসিতে।
advertisement

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। প্রাথমিক শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। এদিন আদালতে একটি মামলার শুনানির সময়ে সিবিআই ওএমআর শিটে কারচুপির তথ্য় হাইকোর্টে জমা দেয়।গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে ওএমআর কারচুপির তথ্য হাইকোর্টে দিয়েছে সিবিআই।

advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানকে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল হাইকোর্ট সিট এবং সিবিআইকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে যে এসএসসিতে ভুয়ো নিয়োগের মোট সংখ্য়া কত।

আরও পড়ুন, কড়া নির্দেশ হাইকোর্টের, উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ

অন্য়দিকে, এদিনই উচ্চ প্রাথমিকে অতিরিক্তি কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, কীভাবে তৈরি হয়েছে  এই তালিকা। কমিশন জানে তারা স্বচ্ছ নয়।

advertisement

আরও পড়ুন,  জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, আদালতে মামলা করেন সোমা রায় নামে এক মামলাকারী। তাঁর দাবি, কম নম্বর পেয়েও অনেকে চাকরি করছেন। অন্তত ৬০ জন কম নম্বর পেয়েও চাকরি করছেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এই মামলায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও প্রকার সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?' সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল