TRENDING:

Prevention of Lynching Bill: পাঁচ বছর ধরে রাজভবনে পড়ে গণপিটুনি বিল! তোলপাড় বিধানসভা, ‘ব্যাখ্যা’ দিলেন রাজ্যপাল

Last Updated:

রাজ্যপাল লিখেছেন, ‘‘বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলাম আমি। সেই ব্যাখ্যা এখনও মেলেনি। ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে সেই ব্যাখ্যা বকেয়া পড়ে রয়েছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের গণপিটুনির ঘটনা সামনে আসার পরে ফের বিধানসভা এই বিল নিয়ে হইচই শুরু করেছেন শাসকদলের বিধায়কেরা৷ রাজ্য বিধানসভায় পাশ হওয়া গণপিটুনিতে মৃত্যুদণ্ডের সাজার বিলে রাজ্যপাল সিভি আনন্দ বোস সই না করায় তা এখনও আইনে পরিণত করা যায়নি বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শোরগোলের পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংক্রান্ত ‘ব্যাখ্যা’ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
advertisement

রাজ্যপাল সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, সংশ্লিষ্ট বিল নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ২০২১ সালের ১৫ই ডিসেম্বরে সেই ব্যাখ্যা চেয়েছিল রাজভবন। কিন্তু সেই ব্যাখ্যার কোনও উত্তর এখনও তিনি পাননি বলে জানিয়েছেন রাজ্যপাল।

নিজের পোস্টে রাজ্যপাল জানিয়েছেন, বিল সংক্রান্ত ব্যাখ্যা চাওয়ার কপি বিধানসভার স্পিকারকেও পাঠানো হয়েছিল। বিল বিধানসভায় পাশ হবার পর কংগ্রেস ও বামেদের তরফে বিরোধী নেতারা তৎকালীন রাজ্যপালের কাছে এসেছিলেন। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন, অভিযুক্তদের শাস্তির বিষয়ে তাঁদের কিঞ্চিৎ আপত্তি রয়েছে।

advertisement

আরও পড়ুন: শপথগ্রহণ ঘিরে তীব্র হচ্ছে রাজ্য-রাজ্যপাল সংঘাত! অম্বেদকর মূর্তির নীচে লাগাতার অবস্থান নজরে বিধানসভা

রাজ্যপাল লিখেছেন, ‘‘বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলাম আমি। সেই ব্যাখ্যা এখনও মেলেনি। ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে সেই ব্যাখ্যা বকেয়া পড়ে রয়েছে।’’

advertisement

আরও পড়ুন:  হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬! যোগীকে ফোন করলেন মোদি

কখনও ‘চোর’, কখনও ‘ছেলেধরা’ সন্দেহে বা কখনও ‘ডাইনি’ অপবাদে গণপিটুনির ঘটনা এ রাজ্যে প্রায়শই শোনা যায়। সে সব রুখতে ২০১৯ সালে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিল এনেছিলেন। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অব লিঞ্চিং) বিল, ২০১৯’ পাশ হয়ে গিয়েছিল সেই বছরের অগস্ট মাসেই। সেই বিলে গণপিটুনিতে মৃত্যু হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়েছিলেন মমতা। কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সে বিল আইনে পরিণত হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রসঙ্গত, ১ জুলাই থেকে দেশ জুড়ে যে নয়া ফৌজদারি আইন (দণ্ড সংহিতা) চালু হয়েছে, তাতেও সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Prevention of Lynching Bill: পাঁচ বছর ধরে রাজভবনে পড়ে গণপিটুনি বিল! তোলপাড় বিধানসভা, ‘ব্যাখ্যা’ দিলেন রাজ্যপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল