Oath Taking Ceremony Controversy: শপথগ্রহণ ঘিরে তীব্র হচ্ছে রাজ্য-রাজ্যপাল সংঘাত! অম্বেদকর মূর্তির নীচে লাগাতার অবস্থান নজরে বিধানসভা
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এরপর অম্বেদকর মূর্তির নীচে লাগাতার অবস্থান চলছে সায়ন্তিকা ও রেয়াতের। গত ৪ জুন বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফলঘোষণা হয়, যাতে সায়ন্তিকা এবং রেয়াত জয়ী হন। কিন্তু তার পর একমাস কাটতে চললেও, এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত।
কলকাতা: শপথ জটিলতা কি আজ কাটবে? সূত্রের খবর, আজ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে পারে রাজভবন। অন্যদিকে, শপথ বিলম্ব নিয়ে খুশি নয় বিধানসভা৷ রাজভবন সিদ্ধান্ত না জানালে, বিধানসভা নিজেদের মতো কি আইনি ব্যবস্থা নিতে পারে। সেই দিক নিয়ে ভাবনা চিন্তা করছে তারা৷ অন্যদিকে, রাজ্যে এসেও, ফের দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল। তবে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, রাজ্যপাল দ্রুত শপথ নিয়ে তার সিদ্ধান্ত জানাবেন।
দুই নব নির্বাচিত বিধায়কের শপথ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র হচ্ছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইচ্ছাকৃতভাবে শপথগ্রহণ ফেলে রাখছেন বলে অভিযোগ শাসকদলের। রাজ্যপালের বিরুদ্ধে তাই বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছেন উপবির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার।
কিন্তু, রাজ্যপালের অপেক্ষায় সায়ন্তিকা এবং রেয়াত যখন বিধানসভার সিঁড়িতে বসে, সেই সময় রাজ্যপাল রওনা দিয়েছিলেন দিল্লির উদ্দেশে। এরপর রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, উপরাষ্ট্রপতি সকলের সাথে দেখা করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬! যোগীকে ফোন করলেন মোদি
এরপর অম্বেদকর মূর্তির নীচে লাগাতার অবস্থান চলছে সায়ন্তিকা ও রেয়াতের। গত ৪ জুন বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফলঘোষণা হয়, যাতে সায়ন্তিকা এবং রেয়াত জয়ী হন। কিন্তু তার পর একমাস কাটতে চললেও, এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত।
advertisement
সেই নিয়ে বিস্তর চিঠি চালাচালিও হয়েছে। রাজ্যপাল সায়ন্তিকা এবং রেয়াতকে রাজভবনে এসে শপথ নিতে বলেছেন। কিন্তু বিধায়কদের বিধানসভাতেই শপথ নেওয়া দস্তুর যেখানে, কেন তাঁরা রাজভবনে শপথ নেবেন, প্রশ্ন তুলেছে তৃণমূল সরকার।
রাজ্যপাল চাইলে বিধানসভায় এসে সায়ন্তিকা এবং রেয়াতকে শপথবাক্য পাঠ করাতে পারেন বলেও জানানো হয়। সায়ন্তিকা এবং রেয়াত জানিয়েছেন, একমাস হতে চলল, এখনও শপথ নিতে পারেননি তাঁরা। মানুষকে যে কথা দিয়েছিলেন, তা রাখতে পারছেন না, কাজ করতে পারছেন না। তাই রাজ্যপাল যেন তাঁদের উপর দয়া করেন, আর্জি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: ‘বালক বুদ্ধি’, ‘জিরো’! শোলের ‘মাসি’ চরিত্রকে টেনে লোকসভায় রাহুলকে জবাব মোদির
শপথের ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি না শপথবাক্য না পড়ালে, তাঁর মনোনীত কোনও ব্যক্তি পড়াতে পারেন। এই ধরনের ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের হাতেই তিনি দায়িত্ব তুলে দেন। এর দরুণ ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনেই শপথবাক্য পাঠ করিয়েছিলেন তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ নিয়েও বিস্তর টানাপোড়েন চলে। তিনিও শেষ পর্যন্ত রাজভবনেই শপথ নিয়েছিলেন। যদিও রাজ্যের দাবি, বিধানসভা সাংবিধানিক রীতি মেনেই চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 10:16 AM IST