আরও পড়ুন: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?
ডোবারম্যান প্রজাতির কুকুর লিও রক্তের রোগে আক্রান্ত। সত্যজিৎ বিদ্যার্থী তাঁর ১০ মাসের পুরুষ কুকুরটিকে বাঁচানোর জন্য রক্ত খুঁজছিলেন। মঙ্গলবার পোষ্যের হিমোগ্লোবিন তিন-এ নেমে যায়। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।
লিওর প্রাণ বাঁচাতে এগিয়ে এল কোকো। রক্ত দিয়ে প্রাণ বাঁচাল ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর বয়সি মহিলা গোল্ডেন রিট্রিভারের। রক্ত পেয়ে লিওর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এরপর আরও উন্নতির জন্য ডায়ালিসিস, কেমোথেরাপি হওয়ার কথা।
advertisement
বর্তমানে লিওর চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে। লিওর চিকিৎসার দায়িত্বে রয়েছেন প্রতীপ চক্রবর্তী। রয়েছেন অন্যান্য চিকিৎসক এবং কর্মীরা। পোষ্যদের চিকিৎসায় আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। লিও এবং কোকোর শরীরের সুস্থতা কামনা করেছেন চিকিৎসকরা।