বিজেপি সূত্রের খবর, এবারের এই পথযাত্রা পাড়ি দেবে মোট ৫০০০ কিলোমিটার৷ এই কর্মসূচির মাধ্যমে ২০০ টি গ্রামীণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ হাজারটি গ্রাম পঞ্চায়েতে এবং ৫ হাজারটি গ্রামে পৌঁছবেন যুব মোর্চার কার্যকর্তারা। শুনবেন মানুষের সমস্যার কথা, মনের কথা৷
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
advertisement
জানানো হয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের কমপক্ষে ২৫ কিলোমিটার পথের উপর দিয়ে যাবে বিজেপি যুব মোর্চার এই মিছিল। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যও যুব মোর্চার এই পঞ্চায়েত পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও, থাকবেন দলের বিধায়ক, সাংসদ, এমনকী, কেন্দ্রীয় নেতৃত্ব। ২১ দিন ধরে চলবে এই পদযাত্রা।
এই পদযাত্রার মাধ্যমে চার দফা লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির৷ প্রথমত, ঘরে ঘরে পদ্ম বার্তা পৌঁছনো, দ্বিতীয়ত, হাট সভা করা৷ তৃতীয়ত, দেওয়াল লিখন এবং সবশেষ, তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সভার আয়োজন৷
আরও পড়ুন: বাম থেকে তৃণমূল, সব জমানাতেই সক্রিয়, মঙ্গলবারের বিস্ফোরণের পরেই ফেরার! কে এই ভানু বাগ?
গত ২৫ এপ্রিল কোচবিহার থেকেই জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক৷ কোচবিহার, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম হয়ে এখন অভিষেকের নবজোয়ার কর্মসূচি পৌঁছেছে বর্ধমানে৷ এই কর্মসূচিতেই ভোটগ্রহণের মাধ্যমে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
তবে কি, অভিষেকের এই কর্মসূচির পাল্টাই এবার এই পদযাত্রার পরিকল্পনা করল বিজেপি?