গত বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যে ঝাঁপিয়ে ছিল বিজেপি। যদিও মাত্র ৭৭ আসনেই আটকে যায় গেরুয়া শিবিরের জয়রথ। সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, "গতবার বিধানসভা নির্বাচনে ৩ থেকে ৭৭-এ পৌঁছে গিয়েছে বিজেপি। আমাদের ভোটের হার ব্যাপকভাবে বেড়েছে।"
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, ফের প্রচার ও জনসংযোগে বঙ্গে মিঠুন চক্রবর্তী
advertisement
তিনি বলেন, "বিজেপি দল হিসেবে লড়াই করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সামনে রেখে লড়াই করি। আমরা পারিনি সেটা ঠিক। তবে পশ্চিমবঙ্গের মতো একটি বড় রাজ্যে কোনও দল ৩ টি আসন থেকে ক্ষমতায় এসেছে এমন নজির নেই। ত্রিপুরায় আছে ঠিকই, তবে বাংলার তুলনায় ত্রিপুরা অনেক ছোট রাজ্য।"
সুকান্তের দাবি, আগে ১০ থেকে ১১ শতাংশ ভোট পেত বিজেপি। এখন সেই ভোটের হার বেড়ে হয়েছে ৩৯ থেকে প্রায় ৪০ শতাংশ। লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে ২ কোটি ৩০ লক্ষ ভোট এসেছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, "২০১৪ সালের আগে আমাদের দল রাজ্যে সেভাবে দাগ কাটতে পারেনি। তবে তারপর থেকে আমাদের ভোট বেড়েছে জেপি নাড্ডার নেতৃত্বে।
আরও পড়ুন: যোশীমঠের মতো বিপদের মুখে রানিগঞ্জ! কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা মমতার
জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের নাম প্রত্য়েক বিজেপি নেতা তাঁদের বক্তব্যে উল্লেখ করেছেন বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, " পশ্চিমবঙ্গে জয় পেতে প্রত্যেক নেতাই সংকল্পবদ্ধ। সেই কারণে গতকাল এবং আজ দলের নেতারা বিভিন্ন প্রসঙ্গে বাংলার কথা বলেছেন।"
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আনা প্রস্তাবনায় সব সদস্য সায় দিয়েছেন৷ উল্লেখ্য এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষস্থানীয় প্রায় সাড়ে তিনশো নেতা-নেত্রী৷