TRENDING:

West Bengal news: পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শমীককে চিঠি

Last Updated:

Congress BJP: পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরে হামলার অভিযোগ। শুক্রবার একদল বিজেপি সমর্থক বিজেপির পতাকা হাতে নিয়ে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে তাণ্ডব চালান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শমিক ভট্টাচার্য
শমিক ভট্টাচার্য
advertisement

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরে হামলার অভিযোগ। শুক্রবার একদল বিজেপি সমর্থক বিজেপির পতাকা হাতে নিয়ে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে তাণ্ডব চালান। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধির ছবি-সহ একাধিক ব্যানার পোষ্টার নষ্ট করে হামলাকারীরা।

প্রদেশ কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং এই বিষয়ে সংবাদমাধ্যমকে বিষয়টি দেখার জন্য আবেদন জানানো হয়েছে

advertisement

আরও পড়ুন: ‘সাধুবাবা আপনার টিকিটটা দেখান’, TTE টিকিট চাইতে লম্বা একটা কাগজ দেখালেন যাত্রী! দেখেই যা করলেন টিটি…

প্রদেশ কংগ্রেসের তরফে চিঠি লিখে শমীক ভট্টাচার্যকে জানানো হয়েছে, আপনাকে ব্যক্তিগত জীবনে রুচিবান ও সংস্কৃতিবান বলে জানতাম। আজ আপনার দলের নেতা সমাজবিরোধী রাকেশ সিং – এর নেতৃত্বে আপনার বিজেপির কর্মীরা যেভাবে বিজেপি’র পতাকা নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে হামলা চালালো, তা নিশ্চয়ই আপনার অগোচরে ঘটানো হয়নি বলেই আমাদের দৃঢ় ধারণা।

advertisement

যখন আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিলোনা, তখন চোরের মতো- কাপুরুষের মতো অতর্কিতে ‘বিধান ভবন’- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেসের নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে- সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা।

আরও পড়ুন: আকাশবাণীতে সাংবাদিকতার সুযোগ! কতগুলি শূন্যপদ, কতই বা বেতন, জানাল সরকারি সংস্থা

advertisement

এরপরেও যদি রাকেশ সিং – এর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয় এবং পুলিশ তাকে গ্রেফতার না করে তবে রাজ্য জুড়ে কংগ্রেস – কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা কিন্তু আমাদের জানা নেই। আপনার দলের নেতা রাকেশ সিং – এর মুখে আজ স্লোগান ছিলো” ভোট চুরি চলছে – চলবে”; তার মানে এটাই বোঝায় যে জননায়ক রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে – তাকেও আপনারা মেনে নিচ্ছেন। এ বিষয়েও আপনার সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি আমরা।

advertisement

রাজ্যে প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত পরিচিত ছিল। কিন্তু প্রদেশ কংগ্রেস দফতরে হামলার ঘটনায় রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal news: পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শমীককে চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল