Recruitment News: আকাশবাণীতে সাংবাদিকতার সুযোগ! কতগুলি শূন্যপদ, কতই বা বেতন, জানাল সরকারি সংস্থা

Last Updated:

Recruitment News: এবার সাংবাদিকতার সুযোগ দিচ্ছে খোদ আকাশবাণী। প্রসার ভারতীর তরফে নয়া দিল্লির দফতরে ১৪টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে ১০৭টি।

চাকরির খবর
চাকরির খবর
কলকাতা: এবার সাংবাদিকতার সুযোগ দিচ্ছে খোদ আকাশবাণী। প্রসার ভারতীর তরফে নয়া দিল্লির দফতরে ১৪টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে ১০৭টি
advertisement
১৪টি বিভাগের ১০৭টি পদের মধ্যে রয়েছে রিপোর্টার, নিউজ় রিডার-কাম-ট্রান্সলেটর, গেস্ট কো-অর্ডিনেটর, এডিটোরিয়াল এগজ়িকিউটিভস, নিউজ় রিডার, কপি এডিটর এবং অ্যাসিস্ট্যান্ট অডিয়ো-ভিস্যুয়াল এডিটর পদ। ওই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যেনির্বাচিত কর্মীরা প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন।
advertisement
তবে আকাশবাণীতে এই পদগুলিতে চাকরির জন্য সংবাদপত্র, সংবাদমাধ্যম, টিভি বা রেডিয়ো চ্যানেলে সংবাদ সম্পাদনার কাজে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। সেই সঙ্গে হিন্দি, ইংরেজি এবং উর্দু ভাষা জানতে হবেপাশাপাশি, সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়এখানেই শেষ নয়, রিপোর্টারদের ক্ষেত্রে ক্রীড়া, আইন, ব্যবসা-বাণিজ্য, আইন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
advertisement
তবে উপরোক্ত পদগুলি সবই চুক্তিভিত্তিক পদ, নির্দিষ্ট সময়ের ভিত্তিতেই তাদের নেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বেছে নেবে আকাশবাণী। ৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে https://avedan.prasarbharati.org” লিঙ্কে ক্লিক করে।
advertisement
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Recruitment News: আকাশবাণীতে সাংবাদিকতার সুযোগ! কতগুলি শূন্যপদ, কতই বা বেতন, জানাল সরকারি সংস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement