TRENDING:

BJP-Chandra Bose: ‘উনি দলে থেকেও ছিলেন না...’ চন্দ্র বোসের পদত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির

Last Updated:

বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কোথায় চন্দ্র যান নিয়ে এখন আলোচনা চলছে, তা না করে আপনারা রাহুগ্রস্ত চন্দ্র বোসকে নিয়ে আলোচনা করছেন। উনি দলে থেকেও ছিলেন না। আর এখন দলে না থেকেও নেই।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নেতাজি পরিবারের সদস্য চন্দ্র কুমার বোস বিজেপি থেকে পদত্যাগ করার পর পরই দলের প্রাক্তন সহ-সভাপতিকে তীব্র ভাষায় কটাক্ষ করল রাজ্য বিজেপি। বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কোথায় চন্দ্র যান নিয়ে এখন আলোচনা চলছে, তা না করে আপনারা রাহুগ্রস্ত চন্দ্র বোসকে নিয়ে আলোচনা করছেন। উনি দলে থেকেও ছিলেন না। আর এখন দলে না থেকেও নেই।’’
‘উনি দলে থেকেও ছিলেন না...’ চন্দ্র বোসের পদত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির
‘উনি দলে থেকেও ছিলেন না...’ চন্দ্র বোসের পদত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির
advertisement

বিজেপি শিবিরের কথায়, ‘‘চন্দ্র বোসের দলত্যাগ দলে কোনও প্রভাব পড়বে না।’ বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি,’ ওনাকে দলে থেকে অনেক কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। রাজ্য কমিটির সহ-সভাপতিও নির্বাচিত করা হয়েছিল। এখন উনি যে অভিযোগগুলো করছেন তা ভিত্তিহীন।’’

আরও পড়ুন-কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

advertisement

গত বুধবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে দল ছাড়ার কথা জানিয়ে ইস্তফাপত্র পাঠান চন্দ্র কুমার বোস। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমার কোনও প্রস্তাবেই গুরুত্ব দেয়নি না রাজ্য বিজেপি, না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বলেও অভিযোগ করেন চন্দ্র বোস। আগামী দিনে কোনও রাজনৈতিক দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শ মেনে যদি সেই দল আমাকে কাজ করার সুযোগ দেয় তাহলে আমি সক্রিয়ভাবে সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করব।’’

advertisement

আরও পড়ুন- তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসে চমকে দিয়েছেন হরিশ সালভে; পাত্রী সম্পর্কে জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগের বোমা ফাটিয়ে চন্দ্র কুমার বোস আরও বলেন, ‘‘সিএএ বিল পাস করার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম কোনও ধর্মের ভিত্তিতে কোনও বিল পাস করা উচিত নয়। তাতেও কেউ কোনও কর্ণপাত করেনি। আমি এক সময় মিটিং মিছিলে অংশ নিয়েছি। কিন্তু যখন দেখলাম পশ্চিমবঙ্গ বিজেপি ভুল পথে হাঁটছে, আমার কোনও প্রস্তাব, পরামর্শকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না তখন আমার আর এই দলে থাকার প্রয়োজন আছে বলে মনে করিনি। তাই ইস্তফা দিয়েছি।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP-Chandra Bose: ‘উনি দলে থেকেও ছিলেন না...’ চন্দ্র বোসের পদত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল