বিজেপি শিবিরের কথায়, ‘‘চন্দ্র বোসের দলত্যাগ দলে কোনও প্রভাব পড়বে না।’ বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি,’ ওনাকে দলে থেকে অনেক কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। রাজ্য কমিটির সহ-সভাপতিও নির্বাচিত করা হয়েছিল। এখন উনি যে অভিযোগগুলো করছেন তা ভিত্তিহীন।’’
আরও পড়ুন-কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
advertisement
গত বুধবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে দল ছাড়ার কথা জানিয়ে ইস্তফাপত্র পাঠান চন্দ্র কুমার বোস। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমার কোনও প্রস্তাবেই গুরুত্ব দেয়নি না রাজ্য বিজেপি, না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বলেও অভিযোগ করেন চন্দ্র বোস। আগামী দিনে কোনও রাজনৈতিক দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শ মেনে যদি সেই দল আমাকে কাজ করার সুযোগ দেয় তাহলে আমি সক্রিয়ভাবে সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করব।’’
বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগের বোমা ফাটিয়ে চন্দ্র কুমার বোস আরও বলেন, ‘‘সিএএ বিল পাস করার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম কোনও ধর্মের ভিত্তিতে কোনও বিল পাস করা উচিত নয়। তাতেও কেউ কোনও কর্ণপাত করেনি। আমি এক সময় মিটিং মিছিলে অংশ নিয়েছি। কিন্তু যখন দেখলাম পশ্চিমবঙ্গ বিজেপি ভুল পথে হাঁটছে, আমার কোনও প্রস্তাব, পরামর্শকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না তখন আমার আর এই দলে থাকার প্রয়োজন আছে বলে মনে করিনি। তাই ইস্তফা দিয়েছি।’’