এদিন বিষ্ণুপদ রায়ের মরদেহ প্রথমে বিজেপির রাজ্য দফতর ৬, মুরলিধর সেন লেনে নিয়ে যাওয়া হবে। তারপর বিধানসভায় বিধায়করা শেষ শ্রদ্ধা জানাবেন। এদিন সকাল সাড়ে ১০ টায় ৬ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির কার্যালয়ে ধূপগুড়ির বিধায়ক প্রয়াত বিষ্ণুপদ রায়কে রাজ্য বিজেপির তরফ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
advertisement
আরও পড়ুন, বিধানসভায় নজিরবিহীন ভাবে দু’দিন আলোচনা হবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট
আরও পড়ুন, বাংলায় এবার হাজার-হাজার সরকারি চাকরি, বিরাট সিদ্ধান্ত নবান্নের! কোথায় কত নিয়োগ?
সকাল ১১ টায় প্রয়াত বিষ্ণুপদ রায়কে রাজ্য বিধানসভায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির বিধায়করা।
বিজেপি বিধায়ক প্রয়াণের খবরে শোকজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার সহকর্মী এবং ধূপগুড়ির বিধায়ক শ্রী বিষ্ণু পদ রায়ের মৃত্যু সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখিত। হৃদরোগে আক্রান্ত হয়ে পরশু তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। আমি তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল বিদায়ে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল। আমি শ্রী রায়ের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।”
