Government Job: বাংলায় এবার হাজার-হাজার সরকারি চাকরি, বিরাট সিদ্ধান্ত নবান্নের! কোথায় কত নিয়োগ?
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Government Job: রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে ৫৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক।
কলকাতা: রাজ্যে প্রায় সাড়ে আট হাজার সরকারি চাকরির পদে নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫০০ পদে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কর্মী বর্গ দফতরে প্রায় ৪৫০ জনের নিয়োগ হবে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে ৫৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
বিভিন্ন সরকারি পদে নিয়োগ ছাড়া আরও কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসবার বৈঠকে। যেমন নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত। পাশাপাশি মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করা সিদ্দান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
advertisement
এদিকে, রাজ্যের প্রশাসনিক মহলে কোন দফতরে কতজন কর্মী কাজ করছেন তা জানতে চেয়ে নবান্নের পক্ষ থেকে চিঠি গিয়েছে প্রতিটি দফতরের অধীনে থাকা বিভিন্ন বিভাগে। হঠাৎ করে রাজ্য প্রশাসনের শীর্ষস্থ স্তর থেকে কেন কর্মীর সংখ্যা অনুসন্ধানের কাজ শুরু হল তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এরই মধ্যে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2023 8:46 PM IST






