বিজেপি শাসিত দুই রাজ্য হরিয়ানা এবং গুজরাত। তবে কৌশলগতভাবে পশ্চিমবঙ্গেও একটি প্রশিক্ষণ শিবির হবে। এই শিবির আয়োজন, পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাস বিজয়বর্গীয় এবং বিনয় সহস্রবুদ্ধকে।
পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বাংলা, বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পঞ্চায়েত সদস্যদের। গুজরাতে প্রশিক্ষণ নেবেন- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়ের পঞ্চায়েত সদস্যদের। হরিয়ানায় প্রশিক্ষণ হবে – হরিয়ানা, জম্মুকাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের পঞ্চায়েত সদস্যদের।
advertisement
আরও পড়ুন: রেকর্ড গড়বে ২১ জুলাইয়ের সমাবেশ, বক্তা তালিকাতেও বিরাট চমক! তৃণমূলের দুরন্ত প্ল্যান
আগামী ১৫ অগস্টের আগে প্রশিক্ষণ পর্ব শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। লোকসভা এবং তার আগে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। দেশের ৫৪৩টি লোকসভা আসনকে তিনটি অঞ্চলে ভাগ করে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। উত্তর, পূর্ব এবং দক্ষিণ এই তিন অঞ্চলে ভাগ করা হয়েছে লোকসভা আসনগুলিকে। চলতি মাসে কয়েক দিন আগে এই সমস্ত অঞ্চলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিন দিন ধরে তিন জায়গায় এই বৈঠক হয়।
আরও পড়ুন: ‘অভিষেকের সঙ্গে রাত ৩টে অবধি ফোনে কথা হয়েছে’, গণনার রাতে রাতজাগার আসল কারণ জানালেন মমতা
প্রতিটি অঞ্চলের শীর্ষ নেতাদের নিয়ে ৬ থেকে ৮ জুলাই বৈঠক করেন জেপি নাড্ডা। সেই বৈঠকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, রাজ্যসভাপতি, সাংগঠনিক সম্পাদক, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং জাতীয় কর্মসমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও পঞ্চায়েত নির্বাচনের কারণে হাজির থাকতে পারেননি বঙ্গ বিজেপির নেতারা। ৬ জুলাই অসমের গুয়াহাটি, ৭ জুলাই দিল্লি এবং ৮ জুলাই হায়দরাবাদে এই বৈঠক হয়। গতমাসে আমেরিকা-মিশর, দু’দেশের সফর সেরে দেশের ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মোদি-শাহ-নাড্ডা৷