গীতা পাঠ অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ শুভেন্দু অধিকারী মাটিতে বসে গীতা পাঠ করেন৷ শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার পাশাপাশি বসে গীতা পাঠ করছেন। দিলীপ ঘোষ রাজকমল পাঠক গীতা পাঠ করেছেন বলেই জানা গিয়েছে৷
advertisement
এই অনুষ্ঠানের আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন দেড়শো সাধুসন্ত। এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা এবং বেরনোর জন্য ১৮টি গেট তৈরি করা হয়েছে। তৈরি করা হয় ২০ টি জোন।
এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও ২০২৩ এর ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর ২০২৬-এ বিধানসভা ভোটের আবহে রবিবার ব্রিগেড ময়দানেই হল ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। যেখানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে।আজ সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে৷
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউ ইয়র্কের বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ২৪ বছরের ভারতীয় ছাত্রীর
রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমাপদ পাল, জলধর মাহাতো-সহ পূর্ব ভারতে আরএসএসের শীর্ষ পদাধিকারীরা। মূল মঞ্চে ছিলেন প্রধান অতিথিরা। সেই তালিকায় রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজ, রিষড়া প্রেমমন্দিরের অধ্যক্ষ নির্গুণানন্দ ব্রহ্মচারী, জগৎবন্ধু আশ্রমের বন্ধুগৌরব দাস মহারাজ। সর্বভারতীয় ক্ষেত্রে অনেক সাধুসন্তকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের গীতাপাঠের কর্মসূচিতে।
