এদিন স্ক্রুটিনির শেষে সাকেত গোখলে জয়ী (উপনির্বাচন) হয়েছেন, বিজেপির ডামি প্রার্থী অবশ্য বাকি ছয় আসনের জন্য আছে। তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলে বাকিদের জয় হয়ে যাবে ৷ প্রত্যাহারের শেষ দিন ১৭ তারিখ।
বাংলা রাজ্যসভা নির্বাচনের ডামি প্রার্থী দিয়েছে বিজেপি। মনোনয়ন জমা দেন রাজ্য বিজেপির-সহ সভাপতি রথীন্দ্র বসু। তিনিও উত্তরবঙ্গের ভূমিপুত্র। তাঁকেই ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি।
advertisement
আরও পড়ুন– ‘ভোটের সময় ‘কারচুপি শিল্প’-কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে শাসক দল…’: শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত এক জন প্রার্থীর মনোনয়ন দিয়েছে বিজেপি।
আগামী ১৭ জুলাই রাজ্যসভার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সে দিন রথীন্দ্র নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে আর ভোটাভুটি হবে না। বিধানসভা সূত্রে খবর, যদি বিজেপির ডামি প্রার্থী মনোনয়ন না তোলেন, তা হলে ভোট হতে পারে। তবে ১৭ তারিখ মনোনয়ন প্রত্যাহার করে নিলে আর ভোট হবে না।
আরও পড়ুন– আজ মণিপুর যাচ্ছেন না তৃণমূলের ৫ সাংসদ, শেষ মুহূর্তে স্থগিত সফর
আজ, ১৪ তারিখ মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন। বিজেপির ডামি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আজই ৬ জন প্রার্থীদের জয়ের শংসাপত্র তুলে দেওয়া হত। অতিরিক্ত যে একটি আসনে উপনির্বাচন হচ্ছে, সে দিন ওই প্রার্থীকেও জয়ের শংসাপত্র তুলে দেওয়া হবে।