Suvendu Adhikari: ‘ভোটের সময় ‘কারচুপি শিল্প’-কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে শাসক দল...’: শুভেন্দু অধিকারী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও লিখেছেন, ‘‘মানুষ বোমা, বন্দুক, ধমক-চমক উপেক্ষা করে ভোটে লড়লেন, ভোটের দিনের সন্ত্রাসের কিছুটা প্রতিরোধও করলেন। কিন্তু গণনা কেন্দ্রে যে লুঠতরাজ সংগঠিত হল প্রশাসনের দ্বারা, সেখানে তো জনগনের প্রবেশ নিষেধ।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘গ্রামেগঞ্জে ‘কচুরিপানা শিল্প’ হোক বা না হোক, ভোটের সময় ‘কারচুপি শিল্প’-কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে শাসক দল…।’’ তৃণমূল কংগ্রেসকে ঠিক এই ভাষাতেই তীব্র নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তোপ দাগলেন প্রশাসনকেও। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও লিখেছেন, ‘‘মানুষ বোমা, বন্দুক, ধমক-চমক উপেক্ষা করে ভোটে লড়লেন, ভোটের দিনের সন্ত্রাসের কিছুটা প্রতিরোধও করলেন। কিন্তু গণনা কেন্দ্রে যে লুঠতরাজ সংগঠিত হল প্রশাসনের দ্বারা, সেখানে তো জনগনের প্রবেশ নিষেধ।’’ কতিপয় বিরোধী প্রার্থী ও কাউন্টিং এজেন্ট বনাম দলদাস পুলিশ প্রশাসন ও শাসক দলের স্থানীয় মাতব্বরগণ, যাদের অবাধ প্রবেশের জন্য ঢালাও প্রবেশপত্র ও আইকার্ড বিলি করা হয়েছিল। গণনা কেন্দ্রে পুরো সিস্টেম কাজ করছিল এই উদ্দেশ্যে যে কিভাবে বিরোধীদের কোণঠাসা করা যায় ও চাপে ফেলা যায়।’’
শুভেন্দুর দাবি, ‘‘সকালে গণনা ইচ্ছে করে ২-৩ ঘণ্টা দেরিতে শুরু করা হয়, এবং ঘন ঘন বিনা কারণে গণনা বিলম্বিত করা হয় যাতে, যখন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের গণনা শুরু হবে, তখন যেন মধ্যরাত পেরিয়ে যায়। গ্রাম পঞ্চায়েতের ফলাফল হয়ে যাওয়ার পর সেই সব এলাকার প্রার্থীরা তাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন। তাই যখন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনের গণনা মধ্য রাতে চলছে, তখন হাতে গোনা কয়েকজন বিরোধী প্রার্থী উপস্থিত রয়েছেন। গণনা কেন্দ্রের বাইরে ও ভেতরে চলছে ব্যাপক সন্ত্রাস। বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হয়, হয় ভুলভাল ফলাফল মেনে নিন নয়তো বাড়ি ফিরবেন কী করে!’’
advertisement
advertisement
গ্রামে গঞ্জে ‘কচুরিপানা শিল্প’ হোক বা না হোক, ভোটের সময় “কারচুপি শিল্প” কে অন্য মাত্রায় নিয়ে গেছে শাসক দল।
মানুষ বোম-বন্দুক ধমক-চমক উপেক্ষা করে ভোটে লড়লেন, ভোটের দিনের সন্ত্রাসের কিছুটা প্রতিরোধও করলেন। কিন্তু গণনা কেন্দ্রে যে লুটতরাজ সংগঠিত হলো প্রশাসনের দ্বারা, সেখানে তো… pic.twitter.com/gVSHxKh527
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 13, 2023
advertisement
শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘একটা বিষয় লক্ষণীয় যেখানে গ্রাম পঞ্চায়েতের ফল বিরোধীদের পক্ষে গিয়েছে, সেখানেই নাকি শাসক দল ওপর দুই স্তরে ব্যাপক ভোট পেয়েছে। এটা হাস্যকর। অনেকেই পঞ্চায়েত নির্বাচন, তার খুঁটিনাটি সম্বন্ধে অবগত নন। বিশেষ করে গণনা কেন্দ্রের ভেতরের পরিবেশ সম্বন্ধে তো একেবারেই নন ৷’’
advertisement
শাসকদল তথা প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ‘‘বিরোধীদের দাবি ছিল, পঞ্চায়েতের তিনটি স্তরের গণনা এক সঙ্গে সমান্তরাল ভাবে সম্পন্ন করানোর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের গণনা একই সঙ্গে করতে হবে, কিন্তু এই দলদাস প্রশাসন রাজি হয়নি। কারণ স্পষ্ট, গণনার নামে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে পুকুর চুরি করা। এই ১১ তারিখ যদি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের গণনা একই সঙ্গে হত, তৃণমূল অন্তত ৫ টি জেলা পরিষদ হারত এবং প্রচুর পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা বোর্ড গঠন করত।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 11:26 AM IST