TMC Manipur Tour: আজ মণিপুর যাচ্ছেন না তৃণমূলের ৫ সাংসদ, শেষ মুহূর্তে স্থগিত সফর
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মণিপুরে হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে জোড়াফুল। এ বার পদ্মশাসিত রাজ্যে বিজেপির কায়দায় তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
আবীর ঘোষাল, কলকাতা: বুধে বাংলায় পা রেখেছে, বিজেপির প্রতিনিধি দল। আর আজ, শুক্রবার সকালে অশান্ত মণিপুরে উড়ে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদের। রাজ্যে পঞ্চায়েত ভোটের আবহে হিংসা নিয়ে বিরোধীরা বারবার টার্গেট করছে শাসক দলকে। আর শাসক দল পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বিজেপির মণিপুর নিয়ে। এই অবস্থায় প্রতিনিধি দল পাঠানোর পারস্পরিক চ্যালেঞ্জ নিয়ে রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি। তবে আজ মণিপুর যাচ্ছেন না তৃণমূলের ৫ সাংসদ।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও মণিপুর সরকারের তরফে আবেদন জানানো হয়, তারা যেন সফর পিছিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতেই আগামী সপ্তাহে মণিপুর যাবেন তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদ। জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছেন, আগামী ১৯ ও ২০ জুলাই তাঁরা যাবেন মণিপুরে৷
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের ফল বেরনোর আগের সন্ধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে। আর তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তরফে নোটিস দিয়ে জানানো হয়, পশ্চিমবঙ্গে আসতে চলেছে সংসদীয় প্রতিনিধি দল। আর এরপরেই এবার পালটা ময়দানে নামে তৃণমূল কংগ্রেস।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল যখন আসছে পশ্চিমবঙ্গে, তখনই তৃণমূলের ৫ সাংসদ যাবেন মণিপুরে ৷ বিজেপি শাসিত মণিপুরের অশান্তিপূর্ণ এলাকায় পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই দলে থাকছেন তৃণমূলের পাঁচ সাংসদ— ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব এবং দোলা সেন। শুক্রবার মণিপুরে যাওয়ার কথা ছিল তৃণমূলের এই ৫ সদস্যের সংসদীয় দলের।
advertisement
ভোটপর্বে অশান্তির আবহে রাজ্যপাল বোসের সঙ্গে শাহের সাক্ষাতের জল্পনার মধ্যেই বাংলায় তথ্যানুসন্ধান দল পাঠানোর কথা জানিয়েছিল বিজেপি। যা এই পর্বে আলাদা মাত্রা যোগ করেছে।
বিজেপির এই রাজনৈতিক পদক্ষেপের পালটা মণিপুরে অশান্ত এলাকা পরিদর্শনে তথ্যানুসন্ধান কমিটি গড়ল বাংলার শাসকদল তৃণমূল। যা ঘিরে দুই দলের সংঘাত আরও তীব্র হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। মণিপুরে অশান্তি নিয়ে প্রথম থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মণিপুরে যাওয়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মমতা। মণিপুরে হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে জোড়াফুল। এ বার পদ্মশাসিত রাজ্যে বিজেপির কায়দায় তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jul 14, 2023 10:48 AM IST










