স্পিকার এদিন বলেন, “আমাকে বিধানসভা চালাতে হয়। মন্ত্রীরা প্রস্তুত হয়ে আসবেন। আর প্রশ্নকর্তা আসবেন না। এটা চলতে পারে না। এরকম করলে দুই-তিনদিন প্রশ্ন নেওয়া হবে না।”
এদিন, বিধানসভার অধিবেশন চলাকালীন এই ঘোষণা করেন রাজ্যে মন্ত্রী৷ পুলক জানান, এবার থেকে সারা রাজ্যের যে কোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে এই নম্বরে অভিযোগ করা যাবে। নম্বরটি হল ৯০৮৮৮২২১১১৷
advertisement
একই ভাবে, জনস্বাস্থ্য কারিগরি দফতরেও অনুরূপ হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে বলে জানান তিনি। পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে এই নম্বরে জানানো যাবে সমস্যা। নম্বরদুটি হল, ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬৷
হোয়াটস অ্যাপ নম্বর সামনে আনার পাশাপাশি এদিন জলের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না বলেও অভিযোগ জানান পুলক রায়৷ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, জল প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। ৭৫ লক্ষ বাড়িতে রাজ্য জল দিয়েছে। তার রক্ষণাবেক্ষণ করছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য ৫০% আনুপাতিক হারে টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিচ্ছে না। বর্তমানে রাজ্যের খরচ হচ্ছে ৭৫%৷
মন্ত্রীর এই মন্তব্যের পরেই বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর টিপ্পনী, রাজ্যের স্বপ্নের প্রকল্প হলে, সেখানে রাজ্যেরই ১০০% খরচ করা উচিত। উত্তরে পুলক রায় বলেন, ‘‘আমরা জল নিয়ে রাজনীতি চাই না।’’
অশোক লাহিড়ী কটাক্ষ করলেও সরকার পক্ষের মন্ত্রীকে এদিন ধন্যবাদ জানান বিজেপির আরেক বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জানান,প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করে কাজ হয়েছে। এরপরেই শাসকদলের বিধায়কেরা তুমুল টেবিল চাপড়ান। বলে ওঠেন, ‘‘ জোরে জোরে প্রচার করুন শাসক দল কাজ করে, শাসক দলের বিধায়কদের কথা।’’
এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে কটাক্ষ করতে শোনা যায় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধেও। বলেন, ‘‘প্রশ্ন করার জন্য প্রশ্ন নয়, কাজ করার জন্য প্রশ্ন করুন।’’