TRENDING:

Oath Taking Controversy: ‘কাল ভেরি স্পেশাল সেশন,’ শপথগ্রহণ নাটকের কি এবার যবনিকা পতন? বিমানের গলায় চ্যালেঞ্জের সুর

Last Updated:

এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘ধরে নিতে হবে বিধানসভা সেশন চলছে। একাধিক কমিটির বিষয়ে ৮ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তার প্রেক্ষিতেই আমরা আগামী ৫ জুলাই বিধানসভার বিএ কমিটির বৈঠক ডেকেছি। সেখানে বিধানসভার কার্যবিবরণী কি হবে, তা নিয়ে আলোচনা হবে। আগামিকাল দুপুর ২ টোয় হাউজ শুরু হবে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রশাসনিক নিয়ম নীতি মেনে, আইনি ঘাঁতঘোঁৎ বজায় রেখেই বিধানসভার দুই নির্বাচিত প্রতিনিধির শপথগ্রহণের সমস্যার সমাধান করতে চলেছে সরকার৷ বিভিন্ন কার্যকারণকে সামনে রেখে আগামী শুক্রবার বিএ কমিটির বিশেষ বৈঠক ডাকলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, তারপরেই হবে একদিনের জরুরি অধিবেশন৷ জরুরি অধিবেশন ডাকার বিষয়ে বিরোধীরা যাতে কোনও প্রশ্ন না তুলতে পারেন, সেই কারণেই এই ভাবে নিয়ম মেনে বিএ কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে ওয়াকিবহাল সূত্রের খবর৷
advertisement

বরানগরের নির্বাচিত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার নির্বাচিত প্রতিনিধি রেয়াত হোসেন সরকারের বিধায়ক পদে শপথগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপড়েন অব্যাহত৷ দুই বিধায়কের রাজভবনে শপথগ্রহণের কথা জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ কিন্তু, তাতে রাজি হননি সায়ন্তিকারা৷ তাঁরা বিধানসভায় শপথগ্রহণ করানোরই দাবি জানিয়ে আসছিলেন৷ অম্বেদকরের মূর্তির নীচে দেখাচ্ছিলেন বিক্ষোভও৷ এমনকি, বিধানসভার স্পিকারকে শপথগ্রহণ করানোর ক্ষমতা দেওয়ার আর্জিও জানানো হয়েছিল তাঁদের তরফে৷

advertisement

আরও পড়ুন: হারতে চলেছেন ঋষি সুনক? ‘৪০০ আসন পার’ করে সমীক্ষায় লেবার পার্টির জয়ের ইঙ্গিত…ব্রিটেনে শুরু ভোট

এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘ধরে নিতে হবে বিধানসভা সেশন চলছে। একাধিক কমিটির বিষয়ে ৮ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তার প্রেক্ষিতেই আমরা আগামী ৫ জুলাই বিধানসভার বিএ কমিটির বৈঠক ডেকেছি। সেখানে বিধানসভার কার্যবিবরণী কি হবে, তা নিয়ে আলোচনা হবে। আগামিকাল দুপুর ২ টোয় হাউজ শুরু হবে।’’

advertisement

স্পিকার বলেন, ‘‘আইনে যা আছে, তাই অনুযায়ী কাজ করা হচ্ছে। আমাদের অধিবেশন চলবে নিয়মানুযায়ী। ৩০ দিন হয়ে গেল তাঁরা ধর্না দিচ্ছেন। পরবর্তী বৈঠকে ওঁদের বিষয়ে জানানো হবে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বিজনেস কমিটির বৈঠক হবে। আগামিকাল শপথ সহ বিভিন্ন বিষয়ে জানিয়ে দেব। সব অধিবেশনেই শপথ নেওয়ার ব্যবস্থা আছে৷’’

advertisement

আরও পড়ুন: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, আমেরিকার নিষেধাজ্ঞা! তবুও উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে উঠে এল রাশিয়ার নাম

খানিক কড়া সুরেই এদিন বিমানকে বলতে শোনা যায়, ‘‘আগামিকাল বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানিয়ে দেব। শপথ আজ না হলেও কাল হবে৷ রাজ্যপাল কোনও বার্তা না দিয়ে আমাদের দুই নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করে দিলেন৷ বিধানসভা অসহায় নয়, এটা মনে রাখতে হবে রাজভবনকে শপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজনেস অ্যাডভাইজরি কমিটির সদস্যেরা। আগামিকাল তাই আমরা শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আগামিকালের জন্য অপেক্ষা করুন। আগামিকাল ভেরি স্পেশাল সেশন৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, আইনি পরামর্শ নিয়ে বিধানসভা জেনেছে, রাজ্যপালের হাতে বিধায়কদের শপথগ্রহণের চাবিকাঠি থাকলেও ‘বিশেষ অধিবেশন’ ডেকে উপনির্বাচনে জয়ীদের শপথগ্রহণ করানো যায়। শুক্রবার শেষ পর্যন্ত রাজ্যপালের অনুপস্থিতিতে বিধায়ক হিসাবে সায়ন্তিকাদের শপথগ্রহণ হলে তা ভারতের সংসদীয় রাজনীতিতে ‘নজিরবিহীন’ ঘটনা হবে বলে দাবি অভিজ্ঞদের অনেকের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath Taking Controversy: ‘কাল ভেরি স্পেশাল সেশন,’ শপথগ্রহণ নাটকের কি এবার যবনিকা পতন? বিমানের গলায় চ্যালেঞ্জের সুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল