TRENDING:

ED: কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে কলকাতা ও মধ‍্যমগ্রামে হানা দিল ইডি

Last Updated:

ED: বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারির তদন্তে কলকাতায় হানা দিল ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারির তদন্তে কলকাতায় হানা দিল ইডি। বৃহস্পতিবার বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারির তদন্তে দেশের একাধিক জায়গায় হানা দেয় ইডি। কলকাতা ও মধ‍্যমগ্রামেও পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী কর্তারা।
কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে কলকাতা ও মধ‍্যমগ্রামে হানা দিল ইডি
কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে কলকাতা ও মধ‍্যমগ্রামে হানা দিল ইডি
advertisement

বিহার পুলিশের কনস্টেবল নিয়োগেও কেলেঙ্কারির অভিযোগ। বিহার পুলিশের পর এবার তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কনস্টেবল পদে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ। কোটি কোটি টাকার লেনদেন। হদিশ পেতে বৃহস্পতিবার সকাল থেকেই দেশজুড়ে একযোগে ১৪ জায়গায় অভিযান চালাল ইডি। অভিযান চলে কলকাতা ও মধ‍্যমগ্রামেও। এছাড়াও পাটনা, নালন্দাতেও অভিযানে নেমেছে ইডি কর্তারা। অভিযান চলেছে ঝাড়খণ্ডের রাঁচি, উত্তরপ্রদেশের লখনউ শহরেও, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

advertisement

আরও পড়ুন: চাল, গমের ড্রামে ফেলে দিন ২ টাকার এই সাদা জিনিস! একটা পোকাও থাকবে না, ফাঙ্গাসেরও বংশ ধ্বংস, সারাবছর ভাল থাকবে

২০২৩ সালে বিহার পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আবেদন করেন অনেকে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে । এরই মাঝে অভিযোগ ওঠে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। মাঝপথেই স্থগিত হয়ে যায় নিয়োগ। শুরু হয় তদন্ত। বিহার পুলিশ তদন্তে নেমে শতাধিক জনকে গ্রেফতার করেছে। যারা এই চক্রে জড়িত ছিলেন বলে সন্দেহ। তদন্তে দেখা গিয়েছে ৪০-৫০ লক্ষ টাকা মূল্যের বিনিময়ে এই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এক একজন চাকরিপ্রার্থীর হাতে। সব মিলিয়ে কোটি কোটি টাকার লেনদেন। তদন্তে নামে ইডি।

advertisement

আরও পড়ুন: হাড়কে ঘুণপোকার মতো ভেতর থেকে কুরে কুরে ঝাঁঝরা করে দেয় এই রোগ! কোমরে-পিঠে ব‍্যথা…৫ লক্ষণ দেখলে এখনই সতর্ক হন

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

তদন্ত চলাকালীন ১০ জনকে গ্রেফতার করে ইডি। তাদের জেরা করেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলে বৃহস্পতিবার। ইডি সূত্রে খবর, ২০২৪ সালে মেডিক‍্যাল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রীরাও বিহারের কনস্টেবল পদে চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত। একাধিক মাস্টার মাইন্ড রয়েছেন। যারা কৌশলে এই দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে আর লক্ষ লক্ষ টাকা তুলেছেন। এদিনের অভিযানে একাধিক মোবাইল, ল‍্যাপটপ, হার্ডডিস্ক সহ প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED: কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! বিহার কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে কলকাতা ও মধ‍্যমগ্রামে হানা দিল ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল