TRENDING:

মানিকতলায় মিলল আরও বড় হিমঘরের সন্ধান, এখান থেকে বিদেশেও পাচার হত ভাগাড়ের মাংস

Last Updated:

রাজাবাজারের পর এবার মানিকতলা । ভাগাড়ের মাংস কারবারের তদন্তে ফের হিমঘরের হদিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজাবাজারের পর এবার মানিকতলা । ভাগাড়ের মাংস কারবারের তদন্তে ফের হিমঘরের হদিশ।মানিকতলায় কোল্ড স্টোরেজে সিআইডি-র হানা। তদন্তকারীদের দাবি, এই কোল্ড স্টোরেজে ভাগাড়ের মাংস রাখা হত। শুধু তাই নয়, এই হিমঘর থেকে বিহার, উত্তরপ্রদেশ এমনকী নেপাল, বাংলাদেশেও ভাগাড়ের মাংস পাচার হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এমনকী বিদেশ থেকেও মাংস এনে এই কোল্ড স্টোরেজে রাখা হত।
advertisement

আরও পড়ুন: চিংড়ি মাছে ব্যবহার হচ্ছে কেমিক্যাল রং

তদন্তের দায়ভার নিয়ে তল্লাশি সিআইডি-র ৷ গতরাতে ভাগাড় কারবারে ধৃত আরও ১ ৷ ধৃতকে জেরায় হিমঘরের খোঁজ মেলে ৷ ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হত হিমঘরে ৷ হিমঘরের মালিকের খোঁজ নেই  ৷ নজরে মানিকতলার আরও কিছু হিমঘর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মানিকতলায় মিলল আরও বড় হিমঘরের সন্ধান, এখান থেকে বিদেশেও পাচার হত ভাগাড়ের মাংস