"বিধানসভায় বিরোধীরা আক্রমণাত্মক হলে, যুক্তি দিয়ে তাদের চেপে ধরুন
ব্যক্তি ভুল করলে দায় নেবে না দল। নিজেদের ভাবমূর্তি যথাযথ রাখুন একজন চুরি করলে বাকিরা দোষী নয়৷ ওয়েলে নামবেন না। নিজের আসন থেকেই জবাব দিন।" এমনটাই বলা হল বৈঠকে৷
আরও পড়ুন: 'পুলিশ কাল গুলি চালাতেই পারত!', বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার
advertisement
আরও পড়ুন: 'মহিলারা মা দুর্গা হলে গায়ে হাত দিলে আপত্তি কেন?' শুভেন্দুর 'ডোন্ট টাচ' মন্তব্যে খোঁচা অভিষেকের
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল দুই নেতা জেলে৷ পার্থকে অবশ্য সব পদ থেকে সরানো হয়েছে৷ তবে এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে কোণঠাসা রাজ্যের শাসক দল বিরোধীদের আক্রমণের মুখোমুখি। এই পরিস্থিতিতে বিধানসভার বিশেষ অধিবেশন। নবান্ন অভিযানের পরই এই বিধানসভাকেই যে নিজেদের প্রতিবাদের মঞ্চ বানাতে চলেছে বিরোধী বিজেপি তা সহজেই অনুমান করা যায়। এই সম্ভাবনা আঁচ করেই অধিবেশন কক্ষে বিধায়কদের মনোবল ধরে রাখার টোটকা দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।