আরও পড়ুন: কাশ্মীরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে গুলি করে খুন, লস্করের যোগ দেখছে পুলিশ
অনুভব নামে এই যুবক পেশায় জিম ট্রেনার। বিদিশা ছাড়াও তার একাধিক প্রেমিকা আছে বলে জানান সেই বন্ধু। আর তার জেরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বিদিশা। সেই বন্ধু বলছেন, সবাই বোঝানো সত্ত্বেও বিদিশা শুনত না। অনুভব নামে ওই যুবকের সঙ্গে বেশ সমস্যা ছিল বিদিশার। বুধবার ভোর ৪টের সময়েও বিদিশা বন্ধুকে ফোন করে কান্নাকাটি করেন।এমনকি বলেন, অনুভবকে ছাড়া বাঁচবেন না। আত্মহত্যা করে নেবেন। অবশেষে সেই পথই বেছে নিয়েছেন তিনি। এমনকি বন্ধুকে একটি মেসেজে বিদিশা অনুভব সম্পর্কে বলছেন, "আমি মা বাবার থেকেও ওকে বেশি ভালবাসতাম।"
advertisement
নাগেরবাজার এলাকার ভাড়া বাড়িতে মাস দেড়েক আগে থাকতে এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা। প্রাথমিক ভাবে অনুমান, আত্মহত্যা করেছেন বিদিশা। কিন্তু মাত্র একুশ বছরেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদিশা? যে সুইসাইড নোট পেয়েছে পুলিশ, তাতে উল্লেখ রয়েছে, ''কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলাম। মনস্থির রাখতে না পেরে এই পথ বেছে নেওয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।''
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করল বাবা, বেলডাঙায় হাড়হিম কাণ্ড!
শোনা যাচ্ছে, নিজের শরীরের প্রতি অবহেলা ছিল তাঁর৷ বন্ধু বান্ধবরা জানাচ্ছেন আগেও একাধিকবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি৷ কীসের চাপে এই সিদ্ধান্ত? প্রশ্ন তো থাকছেই৷ রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। ফোন দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
