আজ থেকেই নিউ টাউনে দু দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হল৷ এই নিয়ে সাত বছরে পা দিল এই বাণিজ্য সম্মেলন৷
মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫টি দেশ অংশ নিয়েছে৷ পার্টনার দেশ হিসেবে অংশ নিয়েছে ১৭টি দেশ৷ তার মধ্যে রয়েছে ব্রিটেন, জার্মানি, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ৷
advertisement
আরও পড়ুন: আগামী ৩ বছরে বাংলায় ২০ হাজার কোটি বিনিয়োগ! বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে কী প্রাপ্তি, এ নিয়ে বার বারই অভিযোগ তোলেন বিরোধীরা৷ এ দিন অবশ্য দেশ বিদেশের শিল্পপতি এবং অতিথিদের সামনে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত ৬টি বাণিজ্য সম্মেলন থেকে যে বিনিয়োগ এসেছে, তার উপরে ভিত্তি করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প প্রকল্প রাজ্যে শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলা আজ দেশের মধ্যে অন্যতম ইকনমিক পাওয়ার হাউজ৷ দেশের মধ্যে অন্যতম দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতি আমাদের৷ সামাজিক ক্ষেত্রে আমরা গোটা দেশের মধ্যে এক নম্বরে৷ চলতি আর্থিক বছরেই ২১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে আমাদের অর্থনীতি৷
শিল্প ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ থেকে কন্যাশ্রীর মতো বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা মুখ্যমন্ত্রীর বক্তব্যে এ দিন উঠে এসেছে৷ বাংলায় শিল্প বান্ধব পরিবেশ নেই বলে যে অভিযোগ কোনও কোনও রাজনৈতিক দল তোলে, সেই অভিযোগ যে ভিত্তিহীন, তাও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ দেউচা পাচামি, তাজপুর গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পের কথাও উঠে এসেছে মমতার কথায়৷