Bengal Global Business Summit 2023: আগামী ৩ বছরে বাংলায় ২০ হাজার কোটি বিনিয়োগ! বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির

Last Updated:

Bengal Global Business Summit 2023: বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে বাংলায় বিনিয়োগের কথা বললেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এদিন তিনি একগুচ্ছ ঘোষণা করেন

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বনির
বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বনির
কলকাতা: বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে বাংলায় বিনিয়োগের কথা বললেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এদিন তিনি একগুচ্ছ ঘোষণা করেন। তিনি মুখ্যমন্ত্রীকে বলেন বলেন, “বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য। অটরবিহারি বাজপেয়ি আপনাকে অগ্নিকন্যা বলেছেন। আপনি এখন সোনার বাংলা জানিয়েছেন। বাংলার জিডিপি জাতীয় স্তরে অনেকটাই বেশি। বাংলা দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে। বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে গিয়েছে। আপনার সবাই দেখতে পাচ্ছেন।”
মুকেশ আম্বানি বলেন, “বাংলার এখন অনেক এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে। রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে। ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি আগে। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে। ফাইভ জি পরিষেবা এগিয়ে যাচ্ছে। বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা দেখা যাবে। এই পরিষেবা কর্মক্ষেত্রে নতুন দিশারী হবে।”
advertisement
তিনি আরও বলেন, “আমরা বাংলার বাসিন্দাদের ধন্যবাদ জানাই জিওকে গ্রহণ করার জন্য। আমরা এখন পার্টনার হয়েছিল প্রভুজি, বিস্কফার্মের মতো সংস্থা। জিও মার্টের মতো পরিষেবা বাংলায় উন্নতি হয়েছে। এখনকার দিনে জলবায়ু ভারসাম্য ঠিক করা উচিত। রিলায়েন্স এখন দেশের সবথেকে বড় বায়ো এনার্জি পরিষেবা দিচ্ছে। রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দির নতুন ভাবে মেরামত করার প্রজেক্ট নিয়েছে। এই প্রজেক্টের কাজ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। রিলায়েন্সের অনেক ভাল প্রযুক্তিবিদ বাংলাতে কাজ করছে।”
advertisement
advertisement
মুকেশ আম্বানি বলেন, “বিশ্ববাংলার এর হ্যান্ডলুম প্রোডাক্ট আমাদের সব আউটলেট এ পাওয়া যাবে। রিলায়েন্স ফাউন্ডেশন একটা ট্রেনিং ইনস্টিটিউট করবে। বেঙ্গল আইডিয়াল ইনভেস্টমেন্ট এর জায়গা এটা আমার সুপারিশ করতে বাধা নেই।”
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengal Global Business Summit 2023: আগামী ৩ বছরে বাংলায় ২০ হাজার কোটি বিনিয়োগ! বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement