TRENDING:

7th Phase Bengal Election: গলায় পরিচয়পত্র, তবু কেন্দ্রীয় বাহিনীর দাদাগিরি, বুথে ঢুকতে পারলেন না তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার

Last Updated:

তৃণমূল বলছে, বুথে ঢোকা প্রার্থীর অধিকার। এক্ষেত্রে সেই অধিকার খর্ব করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাসবিহারীতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন দেবাশিস কুমার। তাঁকে বুথে ঢুকতে দেওয়ার হয়নি বলে অভিযোগ। দেবাশিসবাবুর অভিযোগ, তাঁর বুথে ঢোকা নিয়ে আপত্তি তোলে কেন্দ্রীয় বাহিনী। দেবাশিস কুমারও পাল্টা প্রশ্ন করেন কেন প্রার্থী বুথে যেতে পারবে না। কথাবার্তা চলতে থাকে দুপক্ষেরই। কেন্দ্রীয় বাহিনীর এক প্রতিনিধিকে ফোনে পরামর্শও নিতে দেখা যায়। কেন্দ্রীয় বাহিনী তাঁকে পরামর্শ দেয় বুথে না ঢুকে, দরজায় দাঁড়িয়েই এজেন্টের সঙ্গে কথা বলতে। বচসা দীর্ঘস্থায়ী হয়নি। দেবাশিস কুমার বাহিনীর কথাই মেনে নেন।
তৃণমূল প্রার্থী দেবাশিস কুমরকে বুথে ঢুকতে বাধা।
তৃণমূল প্রার্থী দেবাশিস কুমরকে বুথে ঢুকতে বাধা।
advertisement

বালিগঞ্জ শিক্ষাসদন ও আর্যমন্দিরে ইতিমধ্যেই ভোটদানের লম্বা লাইন পড়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর করোনার মধ্যে ভোটদান প্রক্রিয়া যাতে ব্যহত না হয় তাই জন্যে তিনি ঘটনাকে দীর্ঘায়িত করেননি, এজেন্টদের সঙ্গে দূর থেকে কথা বলেই বুথ ছেড়েছেন। ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশনে ঘটনা নিয়ে অভিযোগও দায়ের করেছেন। তৃণমূল বলছে, বুথে ঢোকা প্রার্থীর অধিকার। এক্ষেত্রে সেই অধিকার খর্ব করা হচ্ছে।

advertisement

দেবাশিস কুমার বলেন, নির্বাচন কমিশন যা বলেছে তাতে প্রার্থী বুথে ঢুকতে পারে নির্দ্বিধায়। বুথে ঢুকতে না দিলে কিছু আসে যায় না। আমার কাছে শান্তিপূর্ণ বুথটা বেশি জরুরি। এসবের ফলাফল কী হবে আমি জানি। আমার ঢোকাটাকে অগ্রাধিকার না দিয়ে শান্তিপূর্ণ ভোটটাই চাইব।

সূত্রের খবর অভিযোগ পেয়ে এদিন নড়েচড়ে বসে কমিশন। বারবার বলা সত্ত্বেও রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমারকে কেন ঢুকতে বাধা দেয়া হচ্ছে তা এডিজি আইন-শৃংখলার কাছে জানতে চায় কমিশন। পরিচয় পত্র থাকা সত্ত্বেও ভোট প্রার্থী বুথে ঢুকতে পারছেন না এ ধরনের ঘটনা কোনও মতেই সমর্থনযোগ্য নয়, বলা হয় কমিশনের তরফে। এডিজি আইন-শৃঙ্খলাকে বিষয়টি দেখতে বললো কমিশন। এর আগে বিধাননগরের সুজিত বসু ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল সে কথা মনে করিয়ে দিয়েছে কমিশন। তৎপর হয়ে রিটার্নিং অফিসারকে ফোনও করা হয় কমিশনের তরফে। বলা হয়, প্রার্থীর কাছে পরিচয়পত্র থাকতেও বুথে ঢুকতে দেওয়া হবে না, এমন ঘটনা যেন না ঘটে। রিটার্নিং অফিসার, কেন্দ্রীয় বাহিনীর সকলকেই সতর্ক করা হয়েছে এই ঘটনায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়, দামাল নদী, জঙ্গল আর...! ভুটান সীমান্তে অপরূপ পাহাড়ি গ্রাম গেরিগাঁও, ঘুরে আসুন
আরও দেখুন

রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ ছিলেন। ২০১০ ও ২০১৫ সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করেন। এই কেন্দ্রে অতীতে লড়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী এবার প্রার্থী ভবানীপুরে। দেবাশিস কুমারের লড়াই বিজেপির নতুন মুখ প্রাক্তন সেনাকর্তা সুব্রত সাহা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
7th Phase Bengal Election: গলায় পরিচয়পত্র, তবু কেন্দ্রীয় বাহিনীর দাদাগিরি, বুথে ঢুকতে পারলেন না তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল