TRENDING:

রণকৌশল যাঁর, সেই সুনীল বনসলই আসছেন না নবান্ন অভিযানে! বিজেপিতে গুঞ্জন

Last Updated:

Nabanna Abhijan: নবান্ন অভিযানের দিন জানা গেল, আসছেন না বনসল। বরং দিল্লির দলীয় দফতরে বসেই নবান্ন অভিযান দেখবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নবান্ন অভিযান দিয়ে শুরু। পর্ব শেষ হবে ২০২৪ এর লোকসভা নির্বাচন পর্ব শেষ করে। নবান্ন অভিযানের কর্মসূচি দলের সামনে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ করে দিয়েছে বলে বৈঠকে উল্লেখ করেছিলেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল৷ এমনকী নবান্ন অভিযান সফল করতে সুনীল বনসল নিজে স্ট্রং রুমে থাকবেন বলে জানা গিয়েছিল। কিন্তু নবান্ন অভিযানের দিন জানা গেল, আসছেন না বনসল। বরং দিল্লির দলীয় দফতরে বসেই নবান্ন অভিযান দেখবেন তিনি। তবে, ইতিমধ্যেই রাজ্য দফতরে এসে পৌঁছেছেন অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্ড।
advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হেস্টিংসে প্রায় ৫ ঘন্টা ধরে দফায় দফায় বৈঠক করেন সুনীল বনসল৷ মূলত, আজকের নবান্ন অভিযানের প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখেছিলেন তিনি। নিপুন সংগঠক ও ব্যবস্থাপকের মতো অভিযানের প্রতিটি ধাপের দায়িত্ব বন্টন থেকে শুরু করে, সংশ্লিষ্ট নেতা ও কর্মীদের কী করনীয় তা সবিস্তারে বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: অবিশ্বাস্য! বিজেপির নবান্ন অভিযান ভোঁতা করতে অভিনব কৌশল, কটাক্ষ বিজেপির

advertisement

বৈঠকে যোগ দেওয়া এক নেতা জানিয়েছিলেন, বনসল মনে করেন, কোনও কর্মসূচি সফল করতে হলে, দায়িত্ব বন্টন ও সেই দায়িত্ব নিখুঁত ভাবে পালন করার উপরেই নির্ভর করছে কর্মসূচির সামগ্রিক সাফল্য। সেই ফর্মুলাতেই নবান্ন অভিযানের ব্লু প্রিন্ট এর খসড়া রাজ্য নেতাদের বুঝিয়ে দেন বনসল। কিন্তু এদিন আর কলকাতায় এসে পৌঁছননি বনসল।

আরও পড়ুন: নবান্ন অভিযানে যেতে পুলিশি বাধার অভিযোগ, আগুন জ্বলল নন্দীগ্রামে! মারাত্মক ঘটনা

advertisement

এদিকে, বিজেপি বিধায়িকাকে নবান্ন অভিযানে যেতে বাধা, প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভ, বিক্ষোভ এবং জাতীয় সড়কে অবস্থান অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা তমলুকের সোনাপেতা টোলপ্লাজা এলাকায়! উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সামনেই মমতা বন্দোপাধ্যায়ের ছবি সহ ব্যানারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। হলদিয়া থেকে কলকাতা যাওয়ার পথে হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডলকে হলদিয়া জাতীয় সড়কে সোনাপেতা টোল পাজার কাছে আটকায় পুলিশ। আর সেখানেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর জেলা সফরের অভিনন্দন এবং ছবি সহ লেখা হোডিং ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
রণকৌশল যাঁর, সেই সুনীল বনসলই আসছেন না নবান্ন অভিযানে! বিজেপিতে গুঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল