নবান্ন অভিযানে যেতে পুলিশি বাধার অভিযোগ, আগুন জ্বলল নন্দীগ্রামে! মারাত্মক ঘটনা

Last Updated:

Nabanna Abhijan: রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ নন্দীগ্রামের তেখালিতে! নন্দীগ্রামের তেখালিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভ শুরু করেছে।

ফাইল ছবি
ফাইল ছবি
#হলদিয়া: বিজেপির নবান্ন অভিযানের দিনই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ঠেলাঠেলি হাতাহাতি ঘিরে উত্তেজনা নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় এলাকায়। বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়। পুলিশের বাধা পেয়ে আটকে পড়া নন্দীগ্রামের বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেছে। নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় এবং হরিপুর এলাকায় চলছে ক্ষোভ বিক্ষোভ অবরোধ।
অপরদিকে, রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ নন্দীগ্রামের তেখালিতে! নন্দীগ্রামের তেখালিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভ শুরু করেছে। পুলিশের বাধায় নবান্ন অভিযানে যেতে না পেরে রাস্তায় বসেও অবস্থান বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা। তেখালির পাশাপাশি নন্দীগ্রামের জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভে গেরুয়া শিবির।
advertisement
advertisement
উত্তেজনা ছড়িয়েছে তমলুক রেল স্টেশন চত্বরেও। বিজেপি কর্মীদের পুলিশের আটক করা এবং তাদের প্রিজন ভ্যানে তোলা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ঘিরে উত্তেজনা! সকাল থেকেই তমলুক স্টেশনের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নবান্নের উদ্দেশ্য বিজেপি কর্মী সমর্থকদের যাওয়া আটকাতে সাধারণ মানুষকেও আটক এবং হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। তমলুক স্টেশন থেকে কাউকেই কোনো ট্রেন ধরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
advertisement
এদিকে, নবান্ন অভিযানে যেতে পুলিশের বাধা পেয়ে বাস থেকে নেমে পথ অবরোধ বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা! হলদিয়া মেছেদা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। মহিষাদলের কাপাসেড়িয়া মোড়ে অবরোধ শুরু করেছে তারা। এলাকা জুড়ে উত্তেজনা রয়েছে।
advertisement
আবার বিজেপির নবান্ন অভিযানে যাওয়ার পথে কুল্পির রামকৃষ্ণপুর ১১৭ নং জাতীয় সড়কে বিজেপি কর্মীদের গাড়ি আটকাল পুলিশ। এরই জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের গাড়ি আটকেছে যাতে নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকেরা না যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নবান্ন অভিযানে যেতে পুলিশি বাধার অভিযোগ, আগুন জ্বলল নন্দীগ্রামে! মারাত্মক ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement