BJP Nabanna Abhijan: নবান্নের ধারেকাছে ঘেঁষবে না মিছিল, রাস্তায় হাজার হাজার পুলিশ! বিজেপি-র সামনে কঠিন চ্যালেঞ্জ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুধু জমায়েতের অনুমতি না দেওয়াই নয়, নবান্নের ধারেকাছে যাতে বিজেপি নেতা কর্মীরা ঘেঁষতে না পারেন, তার প্রস্তুতি সেরে ফেলেছে পুলিশ৷
#কলকাতা: যত সময় এগিয়ে আসছে, বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে পুলিশের কড়াকড়ি আরও বাড়ছে৷ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে যে তিনটি মূল মিছিল নবান্নের দিকে এগিয়ে যাওয়ার কথা, সেগুলির জমায়েতের অনুমতিই দিল না পুলিশ৷
বিজেপি-র পরিকল্পনা অনুযায়ী, হাওড়া ময়দান, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলেজ স্কয়্যার থেকে মিছিল নিয়ে নবান্নের দিকে এগনোর কথা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের৷ যদিও সেই হাওড়া ময়দান, সাঁতরাগাছি, কলেজ স্কয়্যার- কোনও জায়গাতেই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ৷ জারি করা হয়েছে ১৪৪ ধারা৷
শুধু জমায়েতের অনুমতি না দেওয়াই নয়, নবান্নের ধারেকাছে যাতে বিজেপি নেতা কর্মীরা ঘেঁষতে না পারেন, তার প্রস্তুতি সেরে ফেলেছে পুলিশ৷ পুলিশের পরিকল্পনা অনুযায়ী, নবান্নের কয়েক কিলোমিটার আগেই আটকানো হবে বিজেপি-র সব মিছিল৷ তাই কলকাতা এবং হাওড়ার দিকে নবান্নগামী সব পথেই বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ জলপথেও চলছে নজরদারি৷
advertisement
advertisement
গোটা নবান্নকে ঘিরেই নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷ ড্রোন উড়িয়ে নবান্ন সংলগ্ন এলাকায় নজরদারি চলছে৷ পাশাপাশি নবান্নের আশপাশের রাস্তাগুলিতেও যান বাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ দ্বিতীয় হুগলি সেতুতেও সকাল থেকে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে৷ কলেজ স্কয়্যার থেকে হাওড়া হয়ে নবান্নের দিকে মিছিল এগনোর কথা, তাই হাওড়া ব্রিজেও বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে৷ মিছিল আটকাতে সব জায়গাতেই তৈরি রাখা হয়েছে স্টিলের ব্যারিকেড৷ পাশাপাশি বাঁশের ব্যারিকেডও তৈরি করছে পুলিশ৷ গার্ড রেল দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ রাখা হচ্ছে৷
advertisement
শুধু কলকাতা নয়, জেলাতেও বিজেপি নেতা কর্মীদের কলকাতাগামী মিছিল আটকানোর অভিযোগ উঠেছে পুলিশে বিরুদ্ধে৷ নন্দীগ্রামেও পুলিশের বিরুদ্ধে বিজেপি-র মিছিল আটকানোর অভিযোগ উঠেছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2022 10:38 AM IST