কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিলের পথেই লাগানো হলো পোস্টার। বাজানো হলো থালা। আর সঙ্গে 'খেলা হবে' স্লোগান। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল বিজেপি রাজ্য দপ্তরের সামনে এসে পৌঁছতেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ে কয়েক গুণ। প্ল্যাকার্ডে দেখা যায় রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহারের অভিযোগ।
advertisement
আরও পড়ুন- "আরজেডি মন্ত্রীরা কোনও নতুন গাড়ি কিনবেন না:" একগুচ্ছ নির্দেশ তেজস্বী যাদবের
রাজপথেই পায়ে ফুটবল নিয়ে শুরু হয় তৃণমূলীদের খেলা। বিজেপি রাজ্য দপ্তরের দিকে তাকিয়ে মুখে অবিরাম স্লোগান 'খেলা হবে, খেলা হবে'। স্লোগান শুনেই গেরুয়া ঝান্ডা নিয়ে সম্মুখ সমরে হাজির বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তার এক প্রান্তে তৃণমূল। অন্য প্রান্তে বিজেপির কর্মী সমর্থকের দল। মাঝে পুলিশ। দুই শিবিরের কর্মী সমর্থকদের সামাল দিতে রীতিমতো তখন হিমশিম অবস্থা কর্তব্যরত পুলিশ কর্মীদের। তৃণমূলীদের পাশাপাশি গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মুখেও তখন 'খেলা হবে, খেলা হবে' স্লোগান।
আরও পড়ুন- মিউচুয়াল ফান্ড নাকি স্টক! কোনটা আপনার জন্য আদর্শ, জেনে নিন বিশেষজ্ঞদের মত
স্লোগান-পাল্টা স্লোগানে তখন গমগম করছে রাজপথ। এক পক্ষ চিৎকার করে, "আয় বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা"। অন্য প্রান্ত থেকে তখন পাল্টা স্লোগান, "আয় তৃণমূল দেখে যা বিজেপির ক্ষমতা"। সঙ্গে দুই শিবির থেকেই একই স্লোগান, 'খেলা হবে'। আবার কখনও বা জয় বাংলা- জয় শ্রীরাম। প্রতিবাদী তৃণমূলীদের কথায়, "যতই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করুক না কেন আবার খেলা হবে"। জবাবে গেরুয়া শিবিরের কথায়, "ওদের খেলা শেষ। এবার আমরা খেলব। ওরা দেখবে"।