বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' আমরা রাজ্যের বিভিন্ন স্তরের ১৩ হাজার নেতার তালিকা তৈরি করেছি যারা সাধারণ মানুষের সঙ্গে বসে রবিবার 'মন কি বাত' অনুষ্ঠান শুনবেন। নরেন্দ্র মোদির মতোন গোটা বিশ্বের কোনও রাষ্ট্রপ্রধান এই ধরনের অরাজনৈতিক অনুষ্ঠান লাগাতার করেন নি। 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০ তম পর্ব বিশ্ব রেকর্ড হতে চলেছে। তাই গোটা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপিও প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০ তম পর্ব বিশেষ উৎসাহের সঙ্গে পালন করবে'।
advertisement
আরও পড়ুন: কেন মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ? কাকে বাঁচাতে? দ্বিতীয় মোবাইল খুলতেই বুঝে গেল সিবিআই
রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের সেঞ্চুরি পর্বে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ বাংলার পদ্ম নেতারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে বসে প্রধানমন্ত্রী ১০০ তম পর্বে কী বার্তা দেন, তা শোনার জন্য ইতিমধ্যেই স্থান চূড়ান্ত করে ফেলেছেন। বিজেপি সূত্রের খবর, সুকান্ত মজুমদার বালুরঘাটের তপনে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের গোকুলনগর হাইস্কুল ময়দানে, দিলীপ ঘোষ নিউ টাউন রাজারহাটের গৌরাঙ্গ নগর, লকেট চট্টোপাধ্যায় হুগলির বলাগড়ে, অগ্নিমিত্রা পাল আসানসোলের এগরায়, বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়ার খাতরাতে রবিবার বিজেপি কর্মী সমর্থক ও সাধারন মানুষের সঙ্গে একসঙ্গে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান শুনবেন।
আরও পড়ুন: মেয়ে গ্রেফতার হওয়ার পরই আদালতে মুখ খুললেন অনুব্রত! যা বলে দিলেন, তোলপাড় বাংলা
বিজেপির রাজ্য দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেন সহ রাজ্যের বিভিন্ন দলীয় কার্যালয়েও 'মন কি বাত' অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দলের বিভিন্ন নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার হাজির থাকবেন। বিভিন্ন মোর্চা নেতৃত্বকেও প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের সেঞ্চুরি পর্বে বিশেষ ব্যবস্থা করার কথাও বলা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে।