TRENDING:

Bengal Bjp: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের

Last Updated:

Bengal Bjp: 'উৎসব শেষ। আন্দোলন শুরু' নীতি নিয়ে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। তৃণমূলের দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে নামছে গেরুয়া শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নজরে পঞ্চায়েত ভোট। কিন্তু সাংগঠনিক দুর্বলতা এবং ঘরোয়া কোন্দল পঞ্চায়েত ভোটের আগে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। সেই কারণেই বুথ সশক্তিকরণে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সমস্ত বুথ কমিটি তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। বিজেপির দু'দিনের বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এমনটাই রাজ্য বিজেপি সূত্রের খবর।
তৈরি হচ্ছে রণকৌশল
তৈরি হচ্ছে রণকৌশল
advertisement

এদিকে, 'উৎসব শেষ। আন্দোলন শুরু' নীতি নিয়ে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। তৃণমূলের দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে নামছে গেরুয়া শিবির। সমস্ত সাংগঠনিক জেলাতেই হবে প্রতিবাদ মিছিল, সভা। 'অপা' কাণ্ড থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি পঞ্চায়েতে শাসকদলের বিভিন্ন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে লাগাতার আন্দোলনে নামতে চলেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নির্দিষ্ট 'দুর্নীতি'র খতিয়ান তুলে ধরে আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। এমনটাই বিজেপি সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: 'মাঝের টাকা কোথায় গেল?', হাওড়া প্রসঙ্গে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

সামনের বছরের শুরুর দিকেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে কোর কমিটি তৈরি হয়েছে, তার প্রধান করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। কতজনকে প্রার্থী করা হবে, কত আসনে জিততে পারা যাবে তা নিয়ে বৈঠকও চলছে। গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নির্বাচনে দলের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে প্রাথমিক একটা ধারনা নেওয়ার চেষ্টা করছেন রাজ্য নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: 'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সিদ্ধান্ত হয়েছে, জেলায় জেলায় অন্য দলের নিচু তলার কর্মীরা বিজেপিতে যোগ দিতে চাইলে তাঁদের বাধা দেওয়া হবে না। বিজেপি সূত্রের খবর, পার্থ এবং অনুব্রতর গ্রেফতারের পর অনেক বসে যাওয়া কর্মী আবার মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন। সেই সব কর্মীদের কাজে লাগাতে চাইছেন শীর্ষ নেতারা। আসছে। এটা কাজে লাগাতে চাইছে দল। আর সেই সূত্রেই বুথস্তরে শক্তি বাড়াতে চাইছে গেরুয়া শিবির।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল