TRENDING:

Bengal Bjp: রবিবারের বিরাট প্ল্যান, বঙ্গ বিজেপির ৩ সেনাপতির 'যুদ্ধ' শুরু বাংলাজুড়ে!

Last Updated:

Bengal Bjp: পঞ্চায়েত ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি পৃথক পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, রবিবাসরীয় ভোট প্রচারে বঙ্গ বিজেপির যে তিনজন মুখকে সামনে রেখে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে লড়াইয়ের ময়দানে নেমেছে গেরুয়া শিবির সেই সুকান্ত- শুভেন্দু- দিলীপের মেগা কর্মসূচি। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর আজ জঙ্গলমহলে জোড়া পদযাত্রা রয়েছে।
advertisement

পঞ্চায়েত ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি পৃথক পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু। পাশাপাশি বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে নন্দীগ্রামের প্রার্থীদের নিয়ে সভাও রয়েছে শুভেন্দুর। সবমিলিয়ে রবিবাসরীয় প্রচারে ঠাসা কর্মসূচি বিরোধী দলনেতার।

আরও পড়ুন: সেই লুপ লাইনে ২ ট্রেন, বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল ইঞ্জিন, বগি

advertisement

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে কাশীপুরে এক মেগা র‍্যালির নেতৃত্ব দেবেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা এ রাজ্যের পদ্ম সাংসদ দিলীপ ঘোষ নামখানা ব্লকের তিন তিনটি গ্রাম সভাতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: মর্মান্তিক! টাইটানে অন্যের ছেড়ে দেওয়া সিটে বসে ছেলেকে নিয়ে তলিয়ে গেলেন ধনকুবের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

তবে শুধু সুকান্ত- শুভেন্দু- দিলীপ ঘোষরাই নন, যেহেতু দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট তাই রাজ্যজুড়েই রবিবার থেকে প্রচারে ঝড় তুলতে দলের তরফে নির্দেশ জারি করা হয়েছে। দলের বিভিন্ন সাংগঠনিক জেলা নেতৃত্বের পাশাপাশি গেরুয়া শিবিরের এ রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদদেরও শাসক দলের দুর্নীতির অভিযোগের ইস্যু সহ দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার অঙ্গীকার নিয়ে পথে নামার ডাক দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। নেতৃত্বকে সংখ্যালঘু এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি পালন করার কথাও বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলে বিজেপি সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: রবিবারের বিরাট প্ল্যান, বঙ্গ বিজেপির ৩ সেনাপতির 'যুদ্ধ' শুরু বাংলাজুড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল