পঞ্চায়েত ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি পৃথক পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু। পাশাপাশি বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে নন্দীগ্রামের প্রার্থীদের নিয়ে সভাও রয়েছে শুভেন্দুর। সবমিলিয়ে রবিবাসরীয় প্রচারে ঠাসা কর্মসূচি বিরোধী দলনেতার।
আরও পড়ুন: সেই লুপ লাইনে ২ ট্রেন, বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল ইঞ্জিন, বগি
advertisement
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে কাশীপুরে এক মেগা র্যালির নেতৃত্ব দেবেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা এ রাজ্যের পদ্ম সাংসদ দিলীপ ঘোষ নামখানা ব্লকের তিন তিনটি গ্রাম সভাতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: মর্মান্তিক! টাইটানে অন্যের ছেড়ে দেওয়া সিটে বসে ছেলেকে নিয়ে তলিয়ে গেলেন ধনকুবের
তবে শুধু সুকান্ত- শুভেন্দু- দিলীপ ঘোষরাই নন, যেহেতু দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট তাই রাজ্যজুড়েই রবিবার থেকে প্রচারে ঝড় তুলতে দলের তরফে নির্দেশ জারি করা হয়েছে। দলের বিভিন্ন সাংগঠনিক জেলা নেতৃত্বের পাশাপাশি গেরুয়া শিবিরের এ রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদদেরও শাসক দলের দুর্নীতির অভিযোগের ইস্যু সহ দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার অঙ্গীকার নিয়ে পথে নামার ডাক দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। নেতৃত্বকে সংখ্যালঘু এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি পালন করার কথাও বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলে বিজেপি সূত্রের খবর।
