শমীক ভট্টাচার্য তাঁর কাজের সুবিধার জন্য ফিরিয়ে নিয়ে আসছেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। জানা গিয়েছে, নতুন কমিটি তৈরির ক্ষেত্রে পুরনো এক রাজ্য সভাপতির ভূমিকা থাকছে। একসময় শমীক তাঁর জুটি ছিলেন রাজ্য বিজেপিতে। দল থেকে হারিয়ে যাওয়া বা বসে যাওয়া বেশ কিছু নেতা এবং সাসপেন্ডেড কয়েকজন নেতাকে শাস্তি তুলে কমিটিতে নিয়ে আসা হচ্ছে।
advertisement
বিজেপি সূত্রের খবর, রাজ্যের একাধিক বিষয় নিয়ে অমিত শাহ ও শমীক ভট্টাচার্যের মধ্যে কথাবার্তা হয়েছে। দলের বর্তমান অবস্থা সম্পর্কেও কথা হয়েছে। ভিনরাজ্যে আক্রান্ত বাঙালিরা। এই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই অভিযোগের তীর। এই পরিস্থিতিতে বঙ্গে বিজেপির ভীত শক্ত করতে একমাত্র অস্ত্র পদ্ম শিবিরের আদি বাঙালি নেতৃত্ব এমনটাই মনে করছে রাজ্য বিজেপি পদাধিকারীরা। বিজেপি সূত্রের খবর, বাংলা ভাষা ও বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। তারই পাল্টা জবাব যাতে গেরুয়া শিবির দিতে পারে তারই ব্যবস্থা করছে বিজেপি।
অন্যদিকে টিম শমীকের তৈরি রাজ্য কমিটিতে কে কে থাকবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশের। সূত্রের খবর আগামী নির্বাচনে প্রার্থী হতে চেয়ে কিংবা কমিটিতে পদ পেতে ভুরি ভুরি মেল আসছে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে , ভিড় বাড়ছে রাজ্য সভাপতির চারপাশেও । তবে অমিত শাহের গ্রীন সিগন্যালের পর নতুন রাজ্য কমিটিতে কাকে রাখবেন শমীক ভট্টাচার্য সে নিয়ে জল্পনা তুঙ্গে।
