যাদের বাবা-মা-পরিজনের নাম ২০০২ SIR লিস্টে নেই, নিজেদের নামও নেই...! কী করবেন তারা? জানুন এসআইআর নিয়ম কী বলছে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SIR In Bengal Rule: নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে সফল ভাবে এসআইআর হয়েছে। এ বার ধাপে ধাপে সারা দেশেই তা হবে। এক্ষেত্রে নথি সংক্রান্ত বেশ কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বয়স অনুযায়ী কোন ব্যক্তির ভোটার হওয়ার জন্য কোন নথি থাকা জরুরি তা স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
1/9

বাংলায় শুরু হয়ে গেল এসআইআর। সোমবার দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চালুর ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার।
advertisement
2/9
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে সফল ভাবে এসআইআর হয়েছে। এ বার ধাপে ধাপে সারা দেশেই তা হবে। এক্ষেত্রে নথি সংক্রান্ত বেশ কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বয়স অনুযায়ী কোন ব্যক্তির ভোটার হওয়ার জন্য কোন নথি থাকা জরুরি তা স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
3/9
এসআইয়ের এর জন্য মূলত কাদের নথি দিতে হবে?যাঁদের বাবা, মা, কাকা বা কোনও পরিজনের নাম গত এসআইআরের লিস্টে নেই এবং তাঁদের নিজেদেরও নাম তালিকায় নেই, তাঁদের অবশ্যই নথি দিতে হবে।
advertisement
4/9
সেক্ষেত্রে আধার কার্ড এবং সঙ্গে বাকি ১১টি নথির যে কোনও একটি নথি জমা দিতে হবে ওই ব্যক্তিকে।
advertisement
5/9
কাদের নথি দিতে হবে না?২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার আর কোনও নথি দিতে হবে না। ২০০২ সালের তালিকায় মা-বাবার নাম থাকলেও আর কোনও নথি লাগবে না।
advertisement
6/9
SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) : বয়স অনুযায়ী কী কী নথি লাগবে? জেনে নিন নিয়ম১ জুলাই, ১৯৮৭ এর আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়ম :--আপনার জন্ম যদি ১ জুলাই, ১৯৮৭ এর আগে হয়, তাহলে আপনাকে কেবলমাত্র একটি নথি জমা দিতে হবে। বার্থ সার্টিফিকেট বা তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি দিলেই হবে।
advertisement
7/9
যদি ২০০২ সালের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকে :--তাহলে সেই পৃষ্ঠার একটি ফটোকপিই আপনার ভোটদান নিশ্চিত করতে যথেষ্টসেক্ষেত্রে অন্য কোনও নথিরই প্রয়োজন নেই।
advertisement
8/9
১ জুলাই, ১৯৮৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ এর মধ্যে জন্মগ্রহণকারীদের জন্যমোট দুটি নথি জমা দিতে হবে।
advertisement
9/9
এক্ষেত্রে তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি জমা দিতে হবে। বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে (এটি ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে পারে, অথবা ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম থাকলে সেই তালিকার একটি অনুলিপিও দেওয়া যেতে পারে)।