TRENDING:

RG Kar Doctor Death Update: অবসাদেই চরম পরিণতি আরজি করের তরুণ চিকিৎসকের? সহকর্মীদের দাবিতে আরও বাড়ল রহস্য

Last Updated:

গত রবিবার রাতে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ৩৮ বছর বয়সি চিকিৎসক শুভজিৎ আচার্যের৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরজি কর হাসপাতালের চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ শুভজিৎ আচার্যের মৃত্যুর জন্য কি সত্যি অবসাদই দায়ী? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য? তরুণ এই চিকিৎসকের মৃত্যুর চব্বিশ ঘণ্টা পরেও সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না শুভজিতের ঘনিষ্ঠ সহকর্মী এবং সতীর্থ চিকিৎসকরা৷ বরং তাঁরা যা দাবি করছেন, তাতে নামী এই শিশুরোগ বিশেষজ্ঞের মৃত্যু রহস্য আরও জটিল হচ্ছে৷
চিকিৎসক শুভজিৎ আচার্যের মৃ্ত্যুতে রহস্য৷
চিকিৎসক শুভজিৎ আচার্যের মৃ্ত্যুতে রহস্য৷
advertisement

গত রবিবার রাতে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ৩৮ বছর বয়সি চিকিৎসক শুভজিৎ আচার্যের৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ শুভজিৎ আরজি কর হাসপাতালের এসএনসিইউ বা স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিট-এর মেডিক্যাল অফিসার ছিলেন৷ তাঁর স্ত্রীও একজন দন্ত চিকিৎসক৷ মধ্যমগ্রামের একটি অভিজাত আবাসনে থাকতেন শুভজিৎ এবং তাঁর স্ত্রী৷ বর্তমানে তিনি সন্তানসম্ভবা৷

advertisement

তরুণ এই চিকিৎসকের মৃত্যুর পর জানা যায়, ওই চিকিৎসক হৃদরোগ আটকানোর অন্তত চল্লিশ-পঞ্চাশটি ওষুধ একসঙ্গে খেয়ে ফেলার ফলেই শারীরিক সমস্যা তৈরি হয়ে তাঁর মৃত্যু হয়৷ এমন কি, গত কয়েক মাস ধরে তিনি অবসাদ কমানোর ওষুধ খাচ্ছিলেন বলেও জানা যায়৷

যদিও ছেলে কোনও অবসাদে ভুগছিলেন না বলে সোমবারই দাবি করেন মৃত চিকিৎসকের বাবা৷ পরিবারেও কোনও সমস্যা ছিল না বলে দাবি করেন তিনি৷ মৃত ওই চিকিৎসকের সতীর্থ চিকিৎসক এবং সহকর্মীরাও এ দিন দাবি অবসাদের তত্ত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ বরং নাম প্রকাশ না করার শর্তে তাঁদের অনেকেই দাবি করেছেন, গত কয়েক মাসে বরং অনেক বেশি হাসিখুশি ছিলেন শুভজিৎ৷ মিশুকে স্বভাবেরও ছিলেন তিনি৷

advertisement

মৃত চিকিৎসকের সহকর্মীদের আরও দাবি, করোন অতিমারির সময় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ডিউটি করেছিলেন শুভজিৎ৷ আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর পর চিকিৎসকদের আন্দোলনের সময়ও ওই হাসপাতালেই টানা ডিউটি করেছেন তিনি৷ সেই সময় বরং কাজের অনেক বেশি চাপ সামলেছেন তিনি৷ গত কয়েক মাসে সেই চাপও কমে এসেছিল৷ তার পরেও শুভজিতের মতো হাসিখুশি একজন মানুষ অবসাদ নিয়ন্ত্রণের ওষুধ খাবেন বা চিকিৎসক হয়েও একসঙ্গে অনেকগুলি ওষুধ খাওয়ার ভুল করবেন, তা মেনে নিতে নারাজ মৃত চিকিৎসকের সহকর্মী এবং সতীর্থরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

কীভাবে ওই চিকিৎসকের মৃত্যু হল, তা জানতে দেহের ময়নাতদন্ত করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেই রিপোর্ট এলে রহস্যের জট অনেকটাই কাটতে পারে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Doctor Death Update: অবসাদেই চরম পরিণতি আরজি করের তরুণ চিকিৎসকের? সহকর্মীদের দাবিতে আরও বাড়ল রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল