বৈঠক করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১২.৫ কিমি। এই প্রকল্পে প্রধান অসুবিধা হল বি টি রোড থেকে জলের পাইপ লাইন সরানো। বি টি রোডের নীচে রয়েছে ৪২ থেকে ৭২ ইঞ্চি ব্যাসের ছ’টি বড় পাইপলাইন।
আরও পড়ুন– আগামী ৭ জুলাই, সোমবার কি দেশ জুড়ে সরকারি ছুটি ? জেনে নিন বিশদে
advertisement
মেট্রোর পিলার বসানোর জন্য অন্তত তিনটি সরাতেই হবে। প্রস্তাব, এর পরিবর্তে বসানো হোক দু’টি ৯০ ইঞ্চি পাইপ। তবে এত বড় ব্যাসের পাইপ বসানো আদৌ সম্ভব কি না তা নিয়েও সংশয়। প্রয়োজনে মাইক্রো-পাইলিং বা বিকল্প কোনও প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে, তার জন্য চাই ফিজিবিলিটি টেস্ট। এই কাজ করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। সেই অর্থ কে দেবে তা নিয়েও থাকছে প্রশ্ন।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে এই প্রকল্প চালু করতে চেয়ে চিঠি দিয়েছিলেন। তারপরেই ফের শুরু হয় আলোচনা। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।