নবান্ন সূত্রে খবর, কয়েকজন যাত্রী আহত হয়েছেন তাঁদের জন্য হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেছেন মুখ্য সচিব। রেলের সঙ্গে কথা বলে উদ্ধারকার্য করার নির্দেশ মুখ্য সচিবের পূর্ব বর্ধমানের জেলাশাসককে।
আরও পড়ুন: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল বিরাট জলের ট্যাঙ্ক! মৃত ১, আহত বেশ কয়েকজন
advertisement
জিআরপি সমস্ত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। উদ্ধারকাজের জন্য ১,২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালকে সমস্ত ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থপেডিক বিভাগকে সজাগ থাকার কথাও বলেছেন মুখ্য সচিব।
আরও পড়ুন: ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই
২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। ২০২০ সালের ৪ জানুয়ারি ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। তিনবছরের মাথায় ফের দুর্ঘটনা। এবার ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F