TRENDING:

Barasat Blast: দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ৮

Last Updated:

বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে৷ গুরুতর আহত বেশ কয়েকজন৷ তাঁদের নিকটবর্তী বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: এগরার পরে এবার উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের নীলগঞ্জ৷ নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যুর আশঙ্কা৷ ঘটনাস্থলে তিনটি পরিবার বসবাস করত বলে স্থানীয় সূত্রের খবর৷ সেখানে শিশুরাও ছিল৷ দুর্ঘটনার পরে নিখোঁজ সকলেই৷ ফলে, ধ্বংসস্তূপের নীচেও কেউ আহত অবস্থায় আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ উদ্ধার হতে পারে আরও দেহ৷
advertisement

ইতিমধ্যেই ৮ জনের দেহ উদ্ধার করেছে প্রশাসন৷ এলাকায় পৌঁছেছে পুলিশ৷ গুরুতর আহত অবস্থায় আহত বহু৷ শুধু তাই নয়, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, একটি মৃতদেহ পাশের দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গিয়েছিল বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণস্থল থেকে কয়েক মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ৷ উদ্ধার হয়েছে ছিন্নভিন্ন হাত-পা, দেহাংশ৷

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ১০টা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পান বারাসতের নীলগঞ্জ এলাকার বাসিন্দারা৷ এলাকার খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে৷ উড়ে যায় তার কারখানার বাড়ির ছাদ৷ চতুর্দিকে ছড়িয়ে যায় বারুদ-সহ বাজি বানানোর অন্যান্য সরঞ্জাম৷ এদিক ওদিকে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহ৷ ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরেও শোনা গিয়েছিল এই বিস্ফোরণের শব্দ৷

advertisement

আরও পড়ুন দের পরে এবার শুক্র গ্রহ জয়ের জোর তোড়জোড়! একের পর এক ধাপ এগোচ্ছে ISRO

বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে৷ গুরুতর আহত বেশ কয়েকজন৷ তাঁদের নিকটবর্তী বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

কী মারাত্মক কাণ্ড

advertisement

বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজি কারখানার আশপাশের বেশ কয়েকটি বাড়িও৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ কিন্তু, কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন৷ ঘটনার পরে শ্লোগান তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷

আরও পড়ুন: সেমেস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক! নিয়ম নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সংঘাত, কী নিয়ম চাইছে রাজ্য?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ১০ জনের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Barasat Blast: দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল