TRENDING:

Barasat Blast: বারাসত বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে এবার সরাসরি অমিত শাহকে চিঠি, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ সুকান্ত মজুমদারের

Last Updated:

রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছে ক্ষতবিক্ষত দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বারাসত বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই ধরনের বিস্ফোরণের ঘটনা নিয়ে গভীর উদ্বেগপ্রকাশ করেছেন বিজেপি নেতা৷ এর আগে এদিন এই একই দাবি করতে শোনা গিয়েছিল বিজেপির আরেক নেতা শমীক ভট্টাচার্যকেও৷
advertisement

অমিত শাহকে পাঠানো চিঠিতে রবিবারের বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানিয়ে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘স্থানীয় মানুষজন জানিয়েছেন এদিনের বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয় থেকে সাতজনের মৃত্যু হয়েছে৷ কী ভাবে এই বিস্ফোরণ হল, এর পিছনে কী ধরনের অপরাধমূলক কাজকর্ম রয়েছে, তা নিশ্চিত ভাবে জানতে তদন্তের প্রয়োজন৷ এলাকাবাসীর দাবি, তাঁরা এই ধরনের অবৈধ কারখানা নিয়ে প্রশাসনকে বারবার জানালেও তারা কোনও ধরনের পদক্ষেপ করেনি৷’ এরপরেই এগরা, বারাসতের মতো বিস্ফোরণের ঘটনা নিয়ে এনআইএ তদন্তের আর্জি জানান সুকান্ত৷

advertisement

আরও পড়ুন: ‘ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো’! বারাসত বিস্ফোরণস্থলে কী হত জানতে NIA তদন্ত দাবি বিজেপি-র

রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছিল ক্ষতবিক্ষত দেহ৷

advertisement

লোকালয়ের মাঝে, ঘিঞ্জি এলাকায়, গৃহস্থ বাড়িতে, যেখানে তিন তিনটি পরিবারের বসত, সেখানে কী করে এভাবে বাজি তৈরি কারখানা চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন৷ বিস্ফোরণের পর পরই স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এভাবে বাজি তৈরির কারখানা রমরমিয়ে চলে৷ পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতা-বিধায়ক সবই নাকি জানতেন, কিন্তু এগরা কাণ্ড থেকে শিক্ষা নিয়েও নাকি কোনও ব্যবস্থাই করা হয়নি৷

advertisement

আরও পড়ুন: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’

গত মে মাসে পূর্ব মেদিনীপুরের ওড়িশা সীমানা সংলগ্ন এলাকা এগরার খাদিখুলের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়৷ ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল৷ পঞ্চায়েত নির্বাচনের আগে যে বিস্ফোরণ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে৷ সেই ঘটনার পর পরই রাজ্যজুড়ে জেলায় জেলায় বেআইনি বাজি কারখানা নিয়ে অভিযান চালায় প্রশাসন৷ জানা গিয়েছে, সেই সময় গ্রেফতার হয়েছিল এই কেয়ামত৷ এরপরে ছাড়া পেয়ে সে বারাসতের নীলগঞ্জে কারখানা তৈরি করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রবিবারের বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে যতদূর জানা গিয়েছে, বারাসতের নীলগঞ্জে সামসুর আলি নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ বাজি কারখানা চালাত সেই কেয়ামত৷ মুর্শিদাবাদের কর্মীদের নিয়ে চলত এই কাজ৷ নিকটবর্তী বাঁশবাগানে বা অন্যত্র বাজি তৈরি করে তা মজুত করা হত সামসুরের বাড়িতে৷ এদিনের বিস্ফোরণে মৃত্যু হয়েছে কেয়ামতের৷ অন্যদিকে, সামসুর আলির ছেলে রবিউলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে সামসুর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Barasat Blast: বারাসত বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে এবার সরাসরি অমিত শাহকে চিঠি, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ সুকান্ত মজুমদারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল