Barasat Blast: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’

Last Updated:

বিস্ফোরণের ঘটনার পর থেকেই এলাকায় থাকা এই বেআইনি বাজি কারখানা নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, পুলিশ প্রশাসন থেকে স্থানীয় নেতারা, এই বেআইনি বাজি কারখানা সম্পর্কে জানতেন সকলেই৷

দক্ষিণবঙ্গ: বারাসতের বিস্ফোরণের ঘটনায় আইএসএফ ‘যোগ’ টানলেন সারা বাংলা আতসবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায়৷ বললেন, ‘‘এটা আতসবাজি তৈরির কারখানা নয়। এখানে আলু বোমা তৈরি হত।’’ রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছে ক্ষতবিক্ষত দেহ৷
বিস্ফোরণের ঘটনার পর থেকেই এলাকায় থাকা এই বেআইনি বাজি কারখানা নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, পুলিশ প্রশাসন থেকে স্থানীয় নেতারা, এই বেআইনি বাজি কারখানা সম্পর্কে জানতেন সকলেই৷ কিন্তু কেউ কোনও পদক্ষেপ করেননি৷
আরও খবর: নীলগঞ্জ যেন আস্ত একটা মৃত্যুপুরী! বারাসতের বিস্ফোরণস্থলে CID বম্বস্কোয়াড
এলাকাবাসীর কথায়, ‘খুদে’ নামের ওই ব্যবসায়ী, যার বাড়িতে এদিন বিস্ফোরণ হয়েছে, তাঁকে তাঁরা বহু আগে থেকেই এ নিয়ে সাবধান করেছিলেন, কিন্তু, কারও কথাই নাকি তিনি কানে তোলেননি৷ যে বাড়িতে এদিন বিস্ফোরণ হয়েছে সেখানে মহিলা-শিশু মিলিয়ে তিন পরিবারের বাস ছিল বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
অন্যদিকে, বিস্ফোরক দাবি করেছেন সারা বাংলা আতসবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায়৷ গোটা ঘটনায় এক আইএসএফ কর্মীর যোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি৷ তাঁর দাবি, মুর্শিদাবাদের এক আইএসএফ কর্মী এবং এই ‘খুদে’ মিলে এই বেআইনি কারখানা চালাত৷ ঘটনার সময় খুদের শ্রমিকেরা বসে খাওয়া-দাওয়া করছিল বলে দাবি৷
আরও খবর: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’
বাবলা রায়ের দাবি, ‘‘এটা আতসবাজি তৈরির কারখানা নয়। পটাসিয়াম ক্লোরাইড এখানে ব্যবহার হত৷ আলু বোম তৈরি হত। ’’
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Barasat Blast: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement