আজ থেকে একশো আট বছর আগে ২৮ জন কুমারী নিয়ে প্রথম কুমারী পূজা শুরু হয় এই মন্দিরে। আজ সেই সংখ্যা বাড়তে বাড়তে দুই হাজারের উপরে কুমারী পুজো পেয়ে থাকে দূর-দূরান্ত থেকে মানুষ আগ্রহ সহকারে পুজো দিতে আসেন। মায়েরা মাতৃরূপে পুজো করেন কুমারীদের। মিষ্টি ফুল দিয়ে পুজো করা হয় কুমারীদের।
আরও পড়ুন: বঙ্কিমের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা, পর্দায় এবার 'আনন্দমঠ'! দায়িত্বে রাজামৌলির বাবা
advertisement
ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এবার রামনবমী পালিত হচ্ছে ১০ এপ্রিল ২০২২, রবিবার। এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।
আরও পড়ুন: আর নয় 'গোপন কম্মোটি', মনের মানুষকে এবার সবার সামনে এনেই ফেললেন ঋতাভরী চক্রবর্তী!
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর ১টায় গুজরাতের জুনাগড়ের গাথিলায় উমিয়া মাতা মন্দিরের ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি । গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে তিনি মন্দিরটি উদ্বোধন করেছিলেন। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
অরুণ ঘোষ