TRENDING:

Assembly Session: কাগজ ছিঁড়ে ওড়ানো হল বিধানসভায়! মমতার সামনেই তুমুল হট্টগোল..শুভেন্দুর পরে সাসপেন্ড শঙ্কর-অগ্নিমিত্রাও

Last Updated:

এরপরেই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তথনও স্লোগান চালিয়ে যেতে থাকেন বিরোধীরা৷ মমতা বলেন, ‘‘মাননীয় অধ্যক্ষ যা বলেন তা আমরা শুনি। কাগজ ছোঁড়া অনৈতিক। এরা ভোট চোর, গদি চোর৷ বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না। সব কটা হারবে৷ আমাদের সংসদদের মেরেছে। বিএসএফ, সিআইএসএফ ঢুকিয়েছে। আমরা তা করব না৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কলকাতা: গত বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরে বৃহস্পতিবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পালও৷ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার দিনই উত্তাল হল অধিবেশন কক্ষ এদিন প্রথম থেকেই নিজের নিজের আসনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন শঙ্কর ঘোষ সহ অন্য বিজেপি বিধায়কেরাস্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বার বার তাঁদের আসনে বসার অনুরোধ জানালেও তা শুনছিলেন না বিজেপি বিধায়কেরাঅবশেষে তুমুল শোরগোলের মাঝেই প্রথমে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার৷ বাইরে থেকে মার্শাল এসে শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে যায়

advertisement

এখানেই শেষ নয়৷ এরপরেও বিজেপি বিধায়করা নিজেদের আসন ছেড়ে ওয়েলে নেমে পড়েনঅধিবেশনের কার্যবিবরণী কাগজ ছিঁড়ে উড়িয়ে দিতে শুরু করেন৷ প্রথমে শঙ্কর ঘোষকে বের করে নিয়ে যাওয়া আটকাতে তাঁক ঘিরে দাঁড়িয়ে থাকেন বিজেপি বিধায়করাতারপরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে টেনে হিঁচড়ে বের করা হয়এরপরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা৷ শুরু হয় স্লোগানএরপরে সাসপেন্ড করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও মিহির গোস্বামীকে৷

advertisement

আরও পড়ুন: ‘মৃত ভোটার নিয়ে খেলে..,’ এবার কেন্দ্রীয় মন্ত্রীর ভয়ঙ্কর অভিযোগ! আধার নিয়ে চূড়ান্ত ‘দুর্নীতি’র দাবি বাংলায়

এরপরেই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তথনও স্লোগান চালিয়ে যেতে থাকেন বিরোধীরামমতা বলেন, ‘‘মাননীয় অধ্যক্ষ যা বলেন তা আমরা শুনি। কাগজ ছোঁড়া অনৈতিকএরা ভোট চোর, গদি চোর৷ বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না। সব কটা হারবে৷ আমাদের সংসদদের মেরেছেবিএসএফ, সিআইএসএফ ঢুকিয়েছেআমরা তা করব না৷’’

advertisement

আরও পড়ুন: এত দিনে জানা গেল আসল কারণ…কেন মেট্রো আসতে এত দেরি হচ্ছে? জানুন ব্যাখ্যা

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছেন৷ আর নেই দরকার মানুষ আপনাদের বলবেমোদির সরকার আর নেই দরকার।’’ মমতা আবেদন জানান, ‘‘ আসুন স্পিকারকে সম্মান করি’’৷

advertisement

এরপরেও বিজেপি বিধায়কেরা স্লোগান, হট্টগোল না থামালে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও তুমুল আক্রমণ করেন বিজেপি-কে৷ মোদি-শাহের নাম করে ‘ভোট চুরি’র অভিযোগ তোলেন তিনি৷ বিজেপির সরকারকে স্বৈরাচারী শক্তি বলে অভিহিত করেন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Session: কাগজ ছিঁড়ে ওড়ানো হল বিধানসভায়! মমতার সামনেই তুমুল হট্টগোল..শুভেন্দুর পরে সাসপেন্ড শঙ্কর-অগ্নিমিত্রাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল